বৃষ্টি উপেক্ষা, বাঁধ পরিদর্শনে মেয়র

Must read

প্রতিবেদন: সকাল থেকে প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করেই তিস্তার বাঁধের কাজ পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Deb)। পরিদর্শনের পর তিনি জানিয়েছেন, এদিন গৌতম দেব জানিয়েছেন, বৃষ্টি হওয়ায় জলের সমস্যা হবে না। ১ তারিখের আগে সেচ ক্যানালে জল আসবে না। তবে কাজ জোর কদমে চলছে। উল্লেখ্য,পাহাড়ে বৃষ্টির কারণে সমতলে আরও আগ্রাসী তিস্তা। এর জেরে গজোলডোবায় তিস্তায় বাঁধ নির্মাণে বেগ পেতে হচ্ছে সেচ দফতরকে। এতে সেচ ক্যানালে জল ছাড়ার কাজ আরও পিছিয়ে যাচ্ছে। তাই আগামী মাসের আগে শহরে মিটছে না পানীয় জল সমস্যাও। বুধবারই সেচ দফতরের তরফে বিষয়টি শিলিগুড়ি পুরনিগমকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিন বৃষ্টি মাথায় নিয়েই এলাকায় কাজ পরিদর্শনে এসেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Deb)। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দুলাল দত্ত সহ পুরনিগম ও সেচ দফতরের বাস্তুকারেরা। পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে জল ছাড়া হচ্ছে। প্রতিদিন যেখানে ২৫০ কিউবিক জল ছাড়া হত এখন সেখানে ৪৫০ কিউবিক জল ছাড়া হচ্ছে বলে দাবি সেচ দপ্তরের। তাই জলের স্রোত বাড়ায় বাঁধ নির্মাণের সামগ্রী বারবার ভেসে যাচ্ছে।

আরও পড়ুন- মধ্যরাতে হেটেলেই জয়ের উৎসব, হিট স্ট্রোকে আক্রান্ত শাহরুখ হাসপাতালে

Latest article