ডানকুনিতে ভস্মীভূত ওষুধের কারখানা

প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে সগুন লেগেছে হয়ত। কালো ধোযাঁয় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে গিয়েছে।

Must read

বুধবার সকালে হুগলির ডানকুনিতে (Dankuni) একটি ওষুধের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসে। ভোর ৫টা নাগাদ ডানকুনিতে দিল্লি রোড সংলগ্ন একটি ওষুধ ও রাসায়নিকের গুদামে আগুন সন্দেহ করে এলাকাবাসীরা। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ সেখানে উপস্থিত থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে দমকলের ৭ টি ইঞ্জিন আসে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও তিনটি ইঞ্জিন আসে। আগুন লাগার কারণ যদিও এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে সগুন লেগেছে হয়ত। কালো ধোযাঁয় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে গিয়েছে।

আরও পড়ুন-ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের কাছে পণ্যবাহী ট্রাকে আগুন

আগুন লাগার সময়ে গুদামে বেশ কয়েক জন কর্মী ছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত তাঁরা বাইরে বেরিয়ে আসেন। এরপর দমকল এবং ডানকুনি থানায় খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের ফলে হতাহতের খবর নেই। যদিও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। গুদামের একাংশ পুরো ভেঙে গিয়েছে। স্থানীয়রা বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগলেও দমকলকর্মীরা পৌঁছে দায়িত্ব নেন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টাতেও আগুন নেভানো যায়নি।

Latest article