চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং মেয়র অশোক সাউ প্রয়াত

১৯৮১ সালে প্রথম তিনি কাউন্সিলর হন। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চন্দননগর পুর নিগমের মেয়রের দায়িত্বভার বহন করেছিলেন তিনি।

Must read

শোকের আবহ চন্দননগরের (Chandannagar) রাজনৈতিক মহলে। প্রয়াত চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাউ (Ashok Sau)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। যদিও অনেকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বুধবার ভোরে গুরুতর অসুস্থ হওয়ার পরে দ্রুত তাকে চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঘটনার খবর পেয়ে, চন্দননগরের বর্তমান মেয়র রাম চক্রবর্তী হাসপাতালে যান।

আরও পড়ুন-ডানকুনিতে ভস্মীভূত ওষুধের কারখানা

অশোক সাউ জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮১ সালে প্রথম তিনি কাউন্সিলর হন। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চন্দননগর পুর নিগমের মেয়রের দায়িত্বভার বহন করেছিলেন তিনি। এরপরেই তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে ২০১০ সালে চন্দননগর পুর নিগমের মেয়র হন তিনি। ২০১১ সালে চন্দননগর বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। ২০১৬ সাল পর্যন্ত মেয়রের পদ সামলেছিলেন অশোক সাউ। পেশায় তিনি আইনজীবী ছিলেন।

Latest article