হড়পা বানে শহিদ দুই

Must read

প্রবল বৃষ্টির মধ্যেই কাশ্মীরের (Kashmir) পুঞ্চ জেলার (2 Soldiers Die In Poonch) সুরানকোট এলাকায় টহল দিচ্ছিলেন দুই জওয়ান। প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেদের কাজ করতে গিয়েই প্রাণ হারালেন ওই দুই সেনা। বন্যার তোড়ে ভেসে গেলেন তাঁরা। ঘটনাস্থল থেকে বেশ দূরে তাঁদের দেহ উদ্ধার হয়েছে। বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর-সহ গোটা উত্তর ভারত। দুই সৈনিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনা। সেনার পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, শনিবার পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় নিয়মমাফিক টহল দিচ্ছিলেন সুবেদার কুলদীপ সিং ও সিপাই তেলু রাম। টহলদারির সময় খরস্রোতা নদী পেরোতে যান তাঁরা। সেই সময়েই প্রবল স্রোতে ভেসে যান কুলদীপ ও তেলু (2 Soldiers Die In Poonch)। গভীর রাতে মেলে কুলদীপের দেহ। তেলু রামের দেহ উদ্ধার হয় রবিবার সকালে। ডোডা জেলায় থাথরি-গুন্ডো সড়কে যাত্রিবাহী বাসের উপর ধস নেমে আসে। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচন: ২৩-এ ভোট দানের হার বাড়ল, সবচেয়ে ভোট বেশি পড়েছে পূর্ব মেদিনীপুরে

Latest article