প্রতিবেদন : জম্মু-কাশ্মীরের অনন্তনাগের সংঘর্ষ এখনও থামেনি। তার মধ্যেই শনিবার বারামুলায় জঙ্গিদের সঙ্গে নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে সেনার (Indian Army)। সেনা সূত্রে জানা গিয়েছে, তিন জঙ্গি শনিবার ভোরে নিয়ন্ত্রণরেখার কাছে হাতলাঙ্গা নালা দিয়ে উরিতে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু সেই অনুপ্রবেশের চেষ্টা ফলপ্রসূ হতে দেয়নি সেনাবাহিনী।
সেনা সূত্রে জানা গিয়েছে, তিন জঙ্গি ওই নালা দিয়ে গোপনে ঢোকার চেষ্টা করছিল। খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে সেনা (Indian Army) এবং পুলিশের যৌথবাহিনী। ধরা পড়ে যাওয়ার ভয়ে জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে দু’পক্ষের মধ্যে। সেই সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। তৃতীয় জঙ্গি গুরুতর জখম হয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা।
পুলিশ জানিয়েছে, তারা খবর পেয়েছিল বারামুলায় বেশ কয়েকজন জঙ্গি আশ্রয় নিয়েছে। এরপরই হাতলাঙ্গা নালা এবং তার আশপাশের এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনা এবং পুলিশের যৌথবাহিনী। সেই সময় বাহিনী দেখে কয়েকজন জঙ্গি ওই নালায় লুকিয়ে রয়েছে। যৌথবাহিনী তাদের ঘিরে ফেলায় জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। যদিও এ যাত্রায় জঙ্গিরা পালানোর সুযোগ পায়নি। সেনার গুলিতে নিহত হয়েছে দুই জঙ্গি। কিন্তু তৃতীয় জঙ্গি কোথায়, ওই দলে আরও কোনও জঙ্গি ছিল কি না, তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
আরও পড়ুন- ভারতে আইএস জঙ্গি শিবির! ৩০ জায়গায় তল্লাশি চালাল এনআইএ