ভারতে আইএস জঙ্গি শিবির! ৩০ জায়গায় তল্লাশি চালাল এনআইএ

Must read

প্রতিবেদন : দিনে দিনে ভারতের মাটিতে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের দাপট বাড়ছে। এদেশের মাটিতে বড়সড় হামলার ছক কষছে তারা। এমনকী এখানে বসেই চালানো হচ্ছে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির। এমনই গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পর শনিবার দেশের দুই রাজ্যের অন্তত ৩০টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)।
জানা গিয়েছে, তামিলনাড়ু ও তেলেঙ্গানার অন্তত তিরিশটি জায়গায় শনিবার সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে এনআইএ। অভিযোগ, সেখানে প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল ইসলামিক স্টেট। এদিন কোয়েম্বাটোরের ২১টি জায়গায় হানা দেন গোয়েন্দারা। চেন্নাইয়ের তিনটি ও হায়দরাবাদের পাঁচটি ও তেনকাসির এক জায়গায় অভিযান চালায় এনআইএ (NIA)। ভারতের মাটিতে যেসব জঙ্গি সংগঠনের দাপট রয়েছে তাদের সঙ্গেই সমানভাবে জায়গা করে নিতে চাইছে ইসলামিক স্টেট। বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে জামাত-উল-মুজাহিদিনের হাত ধরে ঢুকে পড়েছে সংগঠনটি। বিশেষজ্ঞদের মতে, আইএস শুধু একটি সংগঠন নয়, এটি একটি মতাদর্শ। যার উদ্দেশ্য গোটা বিশ্বে শরিয়ত আইন লাগু করে ‘খিলাফত’ প্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যেই ভারতের মাটিতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। গত ৬ সেপ্টেম্বর ইসলামিক স্টেটের ত্রিশূর মডিউলের প্রধান সৈয়দ নবিল আহমেদকে চেন্নাই থেকে গ্রেফতার করে এনআইএ। বিশেষজ্ঞদের মতে, ইরাক ও সিরিয়ায় জমি খুইয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও এখনও যথেষ্ট শক্তিশালী এদের সংগঠনটি। বর্তমানে এদের উদ্দেশ্য ভারত-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাশকতা চালানো।

আরও পড়ুন- নিপা আতঙ্কে আইসিএমআর! নতুন অ্যান্টিবডি নিয়ে ট্রায়ালের সম্ভাবনা

Latest article