নিপা আতঙ্কে আইসিএমআর! নতুন অ্যান্টিবডি নিয়ে ট্রায়ালের সম্ভাবনা

Must read

প্রতিবেদন : আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাসে (Nipah virus) আক্রান্ত রোগীমৃত্যুর সংখ্যা। এই মুহূর্তে দাঁড়িয়ে করোনার থেকেও এই ভাইরাস নিয়ে চিন্তা অনেক বেশি, বলছেন বিশেষজ্ঞরা। আইসিএমআরের ডিজি রাজীব বহেল জানিয়েছেন, বর্তমানে নিপা ভাইরাসের ক্ষেত্রে মৃত্যুর হার ৪০ থেকে ৭০ শতাংশ আর কোভিডের ক্ষেত্রে সেই হার ২-৩ শতাংশ। সংক্রমণ কম হলেও মৃত্যুহার বেশি হওয়ায় উদ্বেগ বাড়ছে।
দেশের দক্ষিণ ভাগে দাপট দেখাচ্ছে নিপা ভাইরাস (Nipah virus)। কেরলে ৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন, যাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতির ব্যবস্থা করা হচ্ছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া থেকে মনোক্লোনাল অ্যান্টিবডি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তত কুড়িটি ডোজ আনা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হলে একেবারে শুরুর দিকেই রোগীকে এই অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করা প্রয়োজন। তবেই ফল পাওয়া যায়। এখনও পর্যন্ত ভারতে কাউকে এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়নি বলে জানিয়েছেন আইসিএমআর কর্তা। কেরলে নিপা আতঙ্কে স্কুলে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। দ্রুত ভাইরাস এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়ার মতো ঘটনাও দেখা গিয়েছে। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা পুরোপুরি কার্যকর হবে বলে এখনই মনে করা হচ্ছে না। বিষয়টি ট্রায়াল পর্যায়ে রয়েছে। কেরলে আক্রান্তদের ক্ষেত্রে এই অ্যান্টিবডি প্রয়োগ করা হবে কি না, সেই সিদ্ধান্ত কেরল সরকার ও রোগীর পরিজনের উপর নির্ভর করবে।

আরও পড়ুন- গিরিরাজকে চিঠি ডেরেকের

Latest article