শীর্ষ আদালতে হুইস্কির বোতল হাতে আইনজীবী, কারণটা আসলে কী?

Must read

প্রতিবেদন : শীর্ষ আদালতে (Supreme Court) বিচার চলাকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সামনে দুটি মদের বোতল রাখলেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতগি। শুনানি চলাকালীন এমন বেনজির ঘটনায় রীতিমতো তাজ্জব হয়ে গেলেন বিচারপতিরা। হেসে ফেলেন প্রধান বিচারপতিও। প্রশ্ন করলেন, আপনি সঙ্গে দুটো বোতল এনেছেন? বর্ষীয়ান আইনজীবী জবাব দেন, মামলার স্বার্থেই মদের বোতল দুটি এনেছেন তিনি।
আসলে পার্নড রিকার্ড নামের একটি মদ প্রস্তুতকারক সংস্থা মামলা করেছে অন্য এক মদ প্রস্তুতকারী সংস্থা জে কে এন্টারপ্রাইজের বিরুদ্ধে। অভিযোগ, ট্রেডমার্ক ভেঙে বেআইনিভাবে মদ বিক্রি করছে জে কে এন্টারপ্রাইজ। তাদের সংস্থার একটি পণ্যের নাম নকল করে নিজেদের প্রোডাক্টের নামকরণ করেছে জে কে এন্টারপ্রাইজ। পাশাপাশি বোতলের চেহারাও নকল করা হয়েছে বলে অভিযোগ পার্নড রিকার্ডের। এই বিষয়টিই হাতেনাতে প্রমাণ করতে দুটি সংস্থার দুটি হুইস্কির বোতল তিন বিচারপতির বেঞ্চের সামনে আনা হয়। আর দুই সংস্থার বোতলের আকারের কতটা মিল সেটা বোঝাতেই শুক্রবার বোতল দুটি হাজির করেন আইনজীবী রোহতগি।
উল্লেখ্য, জে কে এন্টারপ্রাইজকে যাতে ওই পণ্য তৈরি করতে দেওয়া না হয় সেই দাবিতে এর আগে মামলা হয়েছিল মধ্যপ্রদেশে হাইকোর্টে। কিন্তু হাইকোর্ট সেই আর্জি খারিজ করার পর সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় সংস্থা। এদিন শুনানির শেষে রোহতগি প্রধান বিচারপতিকে প্রশ্ন করেন, এবার আমি বোতল দুটো নিয়ে যেতে পারি? প্রধান বিচারপতি হেসে সম্মতি দেন।

আরও পড়ুন- মালদ্বীপ ইস্যুতে অস্বস্তি বাড়ছেই

Latest article