সংবাদদাতা, মালদহ : কাশ্মীরে জঙ্গিদের গুলিতে আহত মালদহের (Maldah) দুই শ্রমিকের (Workers) পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁদের ফেরাতে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়ে ফেরালেন জেলায়।বুধবার মালদহের মালতীপুরের গুলিবিদ্ধ দুই শ্রমিক আনিকুল হক ও নাজিমুল হক মালদহ টাউন স্টেশনে পা রাখেন। দুই শ্রমিকের সঙ্গে দেখা করতে যান মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সী, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল ও জেলা প্রশাসনের আধিকারিকেরা। স্টেশন থেকে দুই শ্রমিককে মালদহ (Maldah) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুই শ্রমিককে মালদহ ফেরাতে উদ্যোগী হন মালতীপুরের বিধায়ক আবদুর রহিম বক্সী। তাঁর বিধানসভা এলাকার বাসিন্দা আনিকুল ও নাজিমুল। ঘটনার পরের দিন আহত শ্রমিকদের (Workers) বাড়িতেও যান বিধায়ক। আর্জি জানিয়ে মালদহ জেলা শাসককে চিঠি দেন বিধায়ক রহিম। জেলাশাসক মুখ্যমন্ত্রীর দফতর ও পুরমন্ত্রীকে বিষয়টি জানানো হয়। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন। কাশ্মীর থেকে কলকাতা পর্যন্ত বিমানের টিকিটের ব্যবস্থাও করে দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-পুলিশেই আস্থা নির্যাতিতার বাবার