পুলিশেই আস্থা নির্যাতিতার বাবার

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : সিবিআই নয়, পুলিশেই আস্থা রাখছেন ময়নাগুড়ির (Maynaguri Case) নির্যাতিতা নাবালিকার বাবা। বুধবার তিনি বলেন, ‘‘পুলিশের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তৎপরতার সঙ্গে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।’’ তিনি আরও বলেন, ‘‘এতদিন আমি মেয়ের সঙ্গে হাসপাতালেই ছিলাম। বাড়ি এসে জানতে পারি পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করেছে। অভিযুক্তরা পর পর গ্রেফতার হয়েছে।’’ শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দিতে প্রশাসনের তরফে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। বাড়ির সমানে বসানো হয়েছিল পুলিশ পিকেটও। পুলিশের এই ব্যবস্থায় তারা সত্যিই খুশি তাই তারা পুলিশের ওপরেই পূর্ণ আস্থা রাখছেন। পাশাপাশি বুধবারই ঘটনার মূল অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনার পুর্ননির্মান করে পুলিশ। ডিএসপি (ক্রাইম) বিক্রমজিৎ লামা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে ঘটনার (Maynaguri Case) পুর্ননির্মাণ করেন। সেই সঙ্গে গোটা বিষয়টির ভিডিও গ্রাফিও করা হয়। এসব দেখে নির্যাতিতার বাবা বেশ আশ্বস্ত হয়েছেন, এবং পুলিশি তদন্তের ওপরই ভরসা রাখছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন-বিজেপির প্ররোচনা, চা-শ্রমিকদের পাশে তৃণমূল

Latest article