বিজেপির প্ররোচনা, চা-শ্রমিকদের পাশে তৃণমূল

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : চা-বাগানের মালিকদের বিজেপির (BJP) প্ররোচনা। আর তার জেরেই বন্ধ তিনটি চা-বাগান। অসহায় চা-শ্রমিকদের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস (TMC)। বন্ধ চা-বাগান খোলার দাবিতে দফায় দফায় হল বৈঠক। বাগানের গেটের সামনে কাজহারা চা-শ্রমিকদের নিয়ে অবস্থানের নেতৃত্ব দেয় তৃণমূলের নেতা-কর্মীরা। আগেও ঘটেছে এই ঘটনা। অবশষে তৃণমূল কংগ্রেসের হস্তক্ষেপে খুলেছে বাগান। ধরণীপুর চা-বাগান খোলার দাবিতে বুধবার হল দফায় দফায় বৈঠক। শ্রমিকদের দাবি যেহেতু পূর্বে তিনটি বাগান একই মালিকের হাতে ছিল এবং ৩টি বাগান এক মালিকানাধীন থাকার সময় বন্ধ হয়েছে সেই কারণে চা-বাগান ফের একবার খুললে তিনটি বাগান একই সঙ্গে খুলতে হবে। বাগান মালিকদের সঙ্গে বৈঠক করেও তেমন সামাধান না হলেও দ্রুত বাগান খোলার জন্য চা-শ্রমিকদের পাশে আছে তৃণমূল কংগ্রেস জানিয়েছেন নেতৃত্ব। চা-বাগানের শ্রমিকরা আস্থা রেখেছেন তাঁদের উপর।

আরও পড়ুন: কেন্দ্র বকেয়া টাকা দিলে রাজ্যে কর নয়

Latest article