হনুমানের কামড়ে হাসপাতালে ২০

নিজের সন্তানের মৃত্যুর পর এলাকায় তাণ্ডব শুরু করল একটি পূর্ণবয়স্ক মা হনুমান। তার কামড়ে ইতিমধ্যেই জখম হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন

Must read

সংবাদদাতা, বসিরহাট : নিজের সন্তানের মৃত্যুর পর এলাকায় তাণ্ডব শুরু করল একটি পূর্ণবয়স্ক মা হনুমান। তার কামড়ে ইতিমধ্যেই জখম হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে হাকিমপুর সীমান্ত এলাকায়। পুলিশ জানিয়েছে, একটি পূর্ণবয়স্ক হনুমান তার শিশুসন্তান নিয়ে এলাকায় ঢুকে পড়ে। এরপর এলাকার জনৈক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় শাবকটির। তারপর থেকে তাণ্ডব শুরু করে হনুমানটি।

আরও পড়ুন-রবিবার মেট্রো বাড়ছে

বিথারি এলাকার শিশু- মহিলা-পুরুষরা যেখানে যাচ্ছেন তাঁদের কামড়াচ্ছে। ইতিমধ্যে শিশু- মহিলা সহ মোট কুড়িজনকে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক। ছেলেমেয়েদের বাইরে পাঠানো যাচ্ছে না। বন দফতরকে খবর দেওয়া হয়েছে। তারা খাঁচা ও জাল নিয়ে পৌঁছেছে। জাল ও খাঁচা পাতা হয়েছে। ইতিমধ্যে স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতাল জখমদের চিকিৎসা শুরু হয়েছে। তাঁদেরকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছেন চিকিৎসকরা। ভরদুপুরে হনুমানের তাণ্ডবে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সীমান্তের এলাকা জুড়ে।

Latest article