রাজ্য সরকারের উদ্যোগে ২০ বেডের স্বাস্থ্যকেন্দ্র

বাম আমলের বঞ্চনা

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর: হাসপাতাল না কি পোড়ো বাড়ি? দীর্ঘ বাম জমানায় ঝাড়খণ্ড লাগোয়া সামশেরগঞ্জে স্বাস্থ্যক্ষেত্রে মানুষ বঞ্চনার শিকার। হাতুড়ে চিকিৎসকরাই ছিলেন তাঁদের একমাত্র ভরসা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সরকার (State Government) সেই পোড়ো বাড়িকেই গ্রামীণ হাসপাতালে পরিণত করল। প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবার চালু হতে চলেছে ২০ বেডের ইন্ডোর পরিষেবা। দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের জানুয়ারিতে চালু করা হয়েছিল বহির্বিভাগ। এবার ২০ বেডের ইন্ডোর চালুর অনুমোদন দিয়েছে রাজ্য (State Government) স্বাস্থ্য দফতর। এরজন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ১ কোটি ২ লক্ষ ৬৩ হাজার ৭২০ টাকা। দেড় বছরের মধ্যে পুটিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইন্ডোর পরিষেবা চালু হবে বলে জানালেন সামশেরগঞ্জের বিএমওএইচ তারিফ হোসেন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ইন্ডোর পরিষেবা চালুর খবরে খুশি স্হানীয় বাসিন্দারা।

আরও পড়ুন-দুর্ঘটনায় মৃত ২, গুরুতর জখম ১৫

উল্লেখ্য, সামশেরগঞ্জের পুটিমারি ও উত্তর মহম্মদপুর স্বাস্থ্যকেন্দ্র বেহাল হয়ে পড়েছিল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্র বলতে অনুপনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্র। ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৩০০ শয্যার মাদার অ্যান্ড চাইল্ড হাবের অনুমোদন দেন অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মুর্শিদাবাদ জেলায় একমাত্র মাদার অ্যান্ড চাইল্ড হাব আছে বহরমপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে। সামশেরগঞ্জে জেলার মধ্যে দ্বিতীয় মাদার অ্যান্ড চাইল্ড হাব গড়ে উঠছে। এ-প্রসঙ্গে সামশেরগঞ্জের বিএমওএইচ তারিফ হোসেন জানান, পুটিমারি স্বাস্থ্য কেন্দ্রে একজন স্থায়ী চিকিৎসক দেওয়া হয়েছে। এছাড়া একজন ফার্মাসিস্ট রয়েছেন। একজন চতুর্থ শ্রেণির কর্মী ও একজন যক্ষ্মারোগের কফ পরীক্ষার জন্য কর্মী আছেন। প্যাথলজির পরীক্ষা সপ্তাহে তিন দিন পরিষেবা চালু রয়েছে। এ-ছাড়াও স্থানীয় প্রসূতিদের সপ্তাহে দু’দিন স্বাস্থ্য পরীক্ষা হয়। বছর দেড়েকের মধ্যে ইন্ডোর পরিষেবা চালু হবে বলে জানান তিনি। পরিষেবা পাওয়ায় গ্রামবাসীদের মুখে স্বস্তির হাসি।

Latest article