রথযাত্রাতেও বাতিল ২০ ট্রেন

Must read

সংবাদদাতা, হাওড়া : মঙ্গলবার রথযাত্রার (Rath Yatra- Train) দিনও ২০টি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। এর মধ্যে আপ ও ডাউন হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেস, শালিমার-চেন্নাই এক্সপ্রেস, শালিমার-হায়দ্রাবাদ এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন রয়েছে। সোমবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় বাহানাগা বাজার স্টেশনে রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজের কারণে এই ট্রেনগুলি মঙ্গলবার বাতিল থাকবে। কবে থেকে রেল চলাচল স্বাভাবিক হবে রেলের তরফে এদিনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। যদিও করমণ্ডল এক্সপ্রেসের বাহানাগা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার কয়েকদিন পরেই রেলের তরফে ফলাও করে জানানো হয়েছিল ওই লাইনে স্বাভাবিকভাবে ট্রেন (Rath Yatra- Train) চলাচল করতে পারবে। কিন্তু বাস্তবে এখনও তা কার্যকর হয়নি। প্রতিদিনই ওই লাইন দিয়ে চলাচল করা একাধিক ট্রেন বাতিল করছে রেল। ফলে যাত্রীদের দুর্ভোগ কঋরমশ বাড়ছে।

আরও পড়ুন- কেন্দ্রীয় নিরাপত্তা-চর্চায় প্রমাণিত বাংলায় নওশাদ বিজেপির এজেন্ট

Latest article