প্লাবনে ক্ষতি ২০০ কোটি

Must read

সংবাদদাতা, কাটোয়া : পুজোর মুখে বিভিন্ন নদীর বাঁধভেঙে বিধ্বস্ত হয় শস্যগোলা পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। কৃষি ও অন্যান্য ক্ষয়ক্ষতির হিসেব পাঠানো হল নবান্নে। উল্লেখ্য, ঝাড়খণ্ডের ছাড়া জলে ভেসেছিল কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম-সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবনে ভাসে মাঠঘাট, বাড়ি-পুকুর, নষ্ট হয় ধান, সবজি, মাছ। ভাঙে নদীবাঁধ। জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির যে রিপোর্ট নবান্নে পাঠিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ফসলের ক্ষতি হয়েছে প্রায় ১৯৩ কোটি টাকার। ১৬টি ব্লকের ৬২টি পঞ্চায়েতের ৪০৪টি মৌজার ফসল নষ্ট।

আরও পড়ুন : আজ থেকে যোগদান, নির্বাচনের জন্য সাত সদস্যের কমিটি

সেচ দফতরের ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি। অজয়ের জলে আউশগ্রাম, কেতুগ্রামের ২টি ব্লক ও মঙ্গলকোট ব্লকের বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙেছে। দামোদরের জলে গলসি ও খণ্ডঘোষ এবং ভাগীরথীর জলের তোড়ে কাটোয়ার অগ্রদ্বীপে বাঁধ ভেঙেছে। জেলায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাড়ি ৭১৮টি। আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি ১৩০০। মৃত্যু হয়েছে ১৮টি গবাদি পশুর। ক্ষতি হয়েছে ২২০০ খামারের। ক্ষতিগ্রস্ত গবাদি পশু ও হাঁস-মুরগির সংখ্যা ১ লাখ ১০ হাজার ৪০০। জেলার ৭৯৯ হেক্টর জলাশয়ের ৯ কোটি ৪৪ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।

Latest article