অন্যায়ের পাশে নয় : পার্থ

Must read

মিতা নন্দী, ঝাড়গ্রাম : অন্যায়ের সঙ্গে আপস না করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কর্মীদের কাজ করার পরামর্শ দিয়ে গেলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রাম শহরে আসেন দলের জেলা কমিটি আয়োজিত বিজয়া সম্মিলনীতে। ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাবের মাঠে। প্রধান বক্তা ছিলেন তৃণমূল মহাসচিবই। দলীয় কর্মীদের সতর্ক করে দিয়ে পার্থ বলেন, ‘‘কোনও রকম প্ররোচনায় পা দেবেন না। কোনও রকম অন্যায়ের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবেন না। কারও কাছে কোনও রকম অনৈতিক দাবি করবেন না।” দৃঢ়ভাবে জানিয়ে দেন, ‘অন্যায় করা চলবে না। অন্যায়ের সঙ্গে থাকা চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাব। যেভাবে জঙ্গলমহলবাসীকে তিনি রক্ষা করেছেন।

আরও পড়ুন : আজ থেকে যোগদান, নির্বাচনের জন্য সাত সদস্যের কমিটি

যেভাবে উন্নয়নের পর উন্নয়ন, প্রকল্পের পর প্রকল্প দিয়ে শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও সংহতির পথে নিয়ে গিয়েছেন, তাকে রক্ষা করতে হবে।’ এদিন মহাসচিব উপস্থিত দলীয় কর্মীদের আসন্ন পুরসভা নির্বাচন ও পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই তৈরি হতে বলেন। বলেন, ‘‘এবার পুরসভা নির্বাচনে প্রতিটি আসনে জয়লাভ করতে হবে। এটাই আমার আবেদন। সবাইকে দায়িত্ব নিতে হবে। কোনও ঝগড়া করা চলবে না। মনোমালিন্য রাখা চলবে না। দল যা সিদ্ধান্ত নেবে, আপনার কিছু বলার থাকলে দলের কাছে বলবেন। মানুষের সুবিধা-অসুবিধা লিপিবদ্ধ করে প্রশাসনকে জানান।’’ অনুষ্ঠানে ছিলেন জেলার চার বিধায়ক দুলাল মুর্মু, খগেন্দ্রনাথ মাহাতো, বিধায়ক ও জেলা সভাপতি দেবনাথ হাঁসদা, বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা প্রমুখ।

Latest article