মালদহ ও বহরমপুরের দুই সাংসদ বিজেপির হাত শক্ত করেছে: অভিষেক

Must read

প্রতিবেদন : মালদা দক্ষিণের দলীয় প্রার্থী শাহনওয়াজ আলির সমর্থনে বৈষ্ণবনগরের জনসভাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিজেপির রিপোর্ট কার্ড দাবি করলেন। তাঁর কথায়, কেন্দ্রে ১০ বছর ক্ষমতায় রয়েছে মোদি সরকার। মালদা উত্তরে বিজেপি সাংসদ রয়েছে। মালদার মানুষের জন্য এরা কিছুই করেনি। বহরমপুর, মালদা দক্ষিণে কংগ্রেসের সাংসদ রয়েছে। এরা দিল্লিতে গিয়ে বাংলার মানুষের জন্য কোনও কথা বলে না। অধীর চৌধুরীরা তো বিজেপির হাত শক্ত করছেন। উনি প্রধানমন্ত্রী ও বিজেপির বিরুদ্ধে একটি কথাও বলেন না। মালদা দক্ষিণের বিধানসভার বিভিন্ন জায়গায় আমরা এগিয়ে আছি। সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে আমরা এগিয়ে রয়েছি। এখানে যিনি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এতটাই নির্লজ্জ এর আগে সুজাপুরে দাঁড়িয়ে ১ লক্ষ ৩০ হাজার ভোটের বেশি ব্যবধানে হেরেছেন। তারপরেও নির্বাচনে দাঁড়িয়েছেন। আসলে ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতেই লড়াই করেতে নেমেছেন। এরা সাংসদ হয়ে দিল্লি গিয়েছেন কিন্তু গত পাঁচ বছরে মালদহ দক্ষিণেও একটা বুথেও মানুষের উন্ননয়ের জন্য কোনও দিন লোকসভায় প্রশ্ন করেননি। লোকসভায় কোনও মন্ত্রী বা নেতার সঙ্গে বৈঠক করে কাজের কথা বলেননি। কোভিডের সময় অপরিকল্পত লকডাউনে পরিযায়ী শ্রমিকরা আটকে গেলে তাদের ফেরানোর উদ্যোগ নেননি। তাদের পরিবারের পাশে দাঁড়ানি। সবটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে তিনি বলেন, কংগ্রেস অনেক রাজ্যে ক্ষমতায় আছে, দল ভাঙিয়ে বিজেপি নির্বাচনে জিতছে। আমাদের এখানে পরিস্থিতি উল্টো। যারা গিয়েছিল তারা ফিরে এসেছে। তারপর দল করবে। আমাদের একটা সাংসদ ভাঙলে চারটে সাংসদ ভাঙতে জানি। এই স্বৈরাচারী সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন- ১১ গোর্খা জনজাতি তফশিলিতে আসবে, দার্জিলিংয়ের ১৫ বছরের রিপোর্ট কার্ড দিক বিজেপি

Latest article