পিএসসি : আদালতের নির্দেশে তদন্তে সিআইডি

Must read

প্রতিবেদন : পাবলিক সার্ভিস কমিশনের (PSC-CID) পরীক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠেছিল প্রশ্নফাঁসের অভিযোগ। সেইসমস্ত অভিযোগের তদন্তভার এবার সিআইডির হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সিআইডিকে রাজ্য পিএসসির (PSC-CID) ফুড ইন্সপেক্টরের পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে দায়ের হওয়া এফআইআরগুলির তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি রাজাশেখর মান্থা। পাশাপাশি আপাতত পরীক্ষার ফলপ্রকাশ ও নিয়োগে স্থগিতাদেশও দিয়েছেন বিচারপতি। আগামী ২২ মে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৬ ও ১৭ মার্চ রাজ্য জুড়ে ডবলুপিএসসির ফুড সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যত এফআইআর দায়ের হয়েছে, তা একইসঙ্গে তদন্ত করে রিপোর্ট জমা করতে হবে রাজ্যের তদন্তকারী সংস্থাকে।

আরও পড়ুন- ১১ গোর্খা জনজাতি তফশিলিতে আসবে, দার্জিলিংয়ের ১৫ বছরের রিপোর্ট কার্ড দিক বিজেপি

Latest article