সাগরদিঘিতে ২০০ কোটির জলস্বপ্ন

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বালিয়া পঞ্চায়েতে দীর্ঘদিন পানীয় জলের অভাব ছিল।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বালিয়া পঞ্চায়েতে দীর্ঘদিন পানীয় জলের অভাব ছিল। সেই অভাব এবার পূরণ হতে চলেছে। রাজ্য সরকারের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ‘জলস্বপ্ন’ প্রকল্প। তারই শিলান্যাস করলেন এলাকার বিধায়ক তথা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী সুব্রত সাহা।

আরও পড়ুন-জানুয়ারিতে মালদহে বইমেলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পটি গড়ে তুলতে ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে শিলান্যাসের অনুষ্ঠানে জানালেন তিনি। সাগরদিঘির বিধায়ক হিসাবে সুব্রত একাধিক উন্নয়নমূলক প্রকল্প রূপায়িত করছেন। সাগরদিঘির এই প্রকল্পটি তারই অন্যতম। তার রূপায়ণে বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি।

আরও পড়ুন-শহরে প্লাস্টিক বিরোধী প্রচার

শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন সাগরদিঘির বিডিও সুরজিৎ চট্টোপাধ্যায়, ভারপ্রাপ্ত ওসি সুমিত বিশ্বাস, ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কিসমত আলি ও বালিয়া অঞ্চল সভাপতি স্বদেশ চক্রবর্তী প্রমুখ। প্রকল্পের শিলান্যাস ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে।

Latest article