জানুয়ারিতে মালদহে বইমেলা

সেই মঞ্চে শুধু কবি-সাহিত্যিকদেরই অনুষ্ঠান হবে। দর্শক মনোরঞ্জনে বহিরাগত শিল্পীরাই মূল আকর্ষণ। প্রস্তুতি চলছে জোরকদমে

Must read

সংবাদদাতা, মালদহ : কলকাতা বইমেলার পরেই ধারে-ভারে এগিয়ে মালদহ জেলা বইমেলা। এবার মালদহ বইমেলা শুরু হবে ৩ জানুয়ারি, মালদহ রামকৃষ্ণ মিশন সংলগ্ন মাঠে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের থিম ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলাভাষা।’ মেলায় ১০০টি প্রকাশন সংস্থা অংশ নেবে।

আরও পড়ুন-শহরে প্লাস্টিক বিরোধী প্রচার

একাধিক সরকারি দফতরের স্টলও থাকবে বইমেলায়। কোভিড বিধি জারি থাকায় এবারও মেলার নজরকাড়া শোভাযাত্রা স্থগিত রাখা হয়েছে। সাংস্কৃতিক প্রতিযোগিতাও বন্ধ। বইমেলায় প্রবেশমূল্য নেই। এবারই প্রথম অনুষ্ঠানের জন্য তিনটি মঞ্চ থাকবে। কবি-সাহিত্যিকদের কথা মাথায় রেখে এক বড় মাপের মঞ্চ তৈরি করা হবে।

আরও পড়ুন-গরুমারায় শুরু হচ্ছে হাতিসাফারি

সেই মঞ্চে শুধু কবি-সাহিত্যিকদেরই অনুষ্ঠান হবে। দর্শক মনোরঞ্জনে বহিরাগত শিল্পীরাই মূল আকর্ষণ। প্রস্তুতি চলছে জোরকদমে। সুষ্ঠুভাবে মেলা করতে ২৪টি উপসমিতি তৈরি করা হয়েছে। পাশাপাশি মালদহ জেলা গ্রামীণ বইমেলা হবে গাজোল ময়দানে। তারও প্রস্তুতি চলছে।

Latest article