২০০ কোটির বৃত্তি কেলেঙ্কারিতে বেশরম যোগী

বাংলার তৃণমূল সরকারকে আক্রমণ করতে গিয়ে এবার মুখ ঢাকতে হচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকারকে। শিক্ষায় দুর্নীতি প্রকাশ্যে।

Must read

প্রতিবেদন : বাংলার তৃণমূল সরকারকে আক্রমণ করতে গিয়ে এবার মুখ ঢাকতে হচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকারকে। শিক্ষায় দুর্নীতি প্রকাশ্যে। বিরাট দুর্নীতি। সে নিয়ে তদন্তে নেমেছে ইডি। স্কলারশিপের কোটি কোটি টাকা হলফ করা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য। দুর্নীতি এতটাই বড় এবং গভীরতর যে তার জন্য নিজেদের বশংবদ কেন্দ্রীয় এজেন্সিকে নিজেদের সরকারের বিরুদ্ধে নামাতে হয়েছে। উত্তরপ্রদেশের ৬টি জেলার ২২টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডির বিরাট টিম।

আরও পড়ুন-আজ সাগরদিঘিতে অভিষেক, তার আগেই কংগ্রেসে ভাঙন, বহু নেতা-কর্মী তৃণমূলে

তপশিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের স্কুল পড়ুয়াদের জন্য সরকারি বৃত্তির টাকা ভুয়ো অ্যাকাউন্ট খুলে তুলে নেওয়ার চক্র কাজ করছিল। এই রকম ভুয়ো অ্যাকাউন্ট প্রায় ২০০টি খোলা হয়েছিল। যে অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে। প্রশ্ন উঠেছে, এই দুর্নীতি কতো টাকার? প্রাথমিকভাবে ইডি বলছে কম করে ২০০ কোটি টাকার বৃত্তি কেলেঙ্কারি। যেখানে জড়িয়ে রয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা।

Latest article