প্রতিবেদন : লোকসভা নির্বাচনের আগে পুলিশ ও দমকলে শূন্যপদ পূরণ করতে উদ্যোগী হল রাজ্য সরকার (West Bengal Government)। আনুষ্ঠানিকভাবে ভোট ঘোষণা হয়ে গেলে নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার জটিলতা রয়েছে। তাই ভোট ঘোষণার আগে বুধবার শেষ মন্ত্রিসভার বৈঠকে পুলিশ বাহিনী ও দমকলে ২০০০-এর বেশি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে পুলিশ বাহিনীতে ১৩০০-এর বেশি কর্মী নিয়োগ হবে। যার মধ্যে বিভিন্ন স্তরে ৩৫০ কর্মী নিয়োগ হবে কলকাতা পুলিশে। দমকলে প্রায় ৬০০ কর্মী নিয়োগের সিদ্ধান্তেও এদিন সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি, লোকসভা নির্বাচনকে সামনে রেখে ১৩ মার্চের মধ্যে সমস্ত প্রকল্পের বকেয়া কাজ শেষ করতে মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ওই সময়ই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাই ১৩ মার্চ ডেডলাইন বেঁধে দিয়ে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সুন্দরবনে বিশ্বব্যাংকের সহায়তায় বন্যা প্রতিরোধে নয়া প্রকল্প চালু করার সিদ্ধান্ত বৈঠকে গৃহীত হয়েছে। এই প্রকল্পে বাঁধ ও অন্যান্য পরিকাঠামো তৈরি করে সুন্দরবন এলাকায় বন্যা প্রতিরোধ করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্তও মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। একই রকম ভাবে আদিবাসীদের জন্য আলাদা ভূমিজ উন্নয়ন পর্ষদ গঠন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আরও পড়ুন-বাংলার ধৈর্য-সৌজন্যকে দুর্বলতা ভাববেন না: ব্রিগেডে গর্জনের ডাক তৃণমূল সভানেত্রীর