প্রতিবেদন : শীতের মধ্যেই সংক্রমণ বাড়ছে কোভিডের (Coronavirus) নতুন প্রজাতির। ভারতে এ-পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে নতুন করোনাভাইরাস ভ্যারিয়েন্ট জেএন.১-এর ২১টি কেস সরকারিভাবে রিপোর্ট হয়েছে। নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল বুধবার একথা জানিয়েছেন। গোয়ায় জেএন.১ ভ্যারিয়েন্টের ১৯টি এবং মহারাষ্ট্র ও কেরলে একটি করে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভ্য বুধবার নয়া প্রজাতির কোভিড সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা করেন। দেশের কিছু অংশে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি নিয়ে কথা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এক বিবৃতিতে মান্ডভ্য বলেছেন, করোনা ভাইরাসের (Coronavirus) নতুন স্ট্রেনের বিরুদ্ধে সতর্ক থাকা এবং প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ। কোভিড পরিস্থিতির দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে মসৃণ সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেন্দ্র এবং রাজ্যস্তরে প্রতি তিনমাসে একবার করে মকড্রিল করে পরিকাঠামোগত ব্যবস্থাপনা দেখে নেওয়া দরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের বক্তব্য, বিশ্বব্যাপী এখন যে কোভিড পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ভারতে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কম। যদিও সংক্রমণের পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, আক্রান্তের সংখ্যা উর্ধমুখী। গত দুই সপ্তাহে ৬ ডিসেম্বরের ১১৫টি থেকে বুধবার সকাল পর্যন্ত ৬১৪টি সক্রিয় সংক্রমিতের সংখ্যা বেড়েছে।