ধোনির পরামর্শ মেনে ক্রিকেটার নিয়েছে সিএসকে

Must read

দুবাই, ২০ ডিসেম্বর : নিলামের টেবিলে তিনি ছিলেন না। যদিও চেন্নাই সুপার কিংসের দল গড়া হয়েছে মহেন্দ্র সিং ধোনির (Dhoni- CSK) পরামর্শ মেনে। সাফ জানালেন সিএসকে সিইও কাশী বিশ্বানাথন।
বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করা দুই কিউয়ি ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেলকে এবার দলে টেনেছে চেন্নাই। এছাড়া নেওয়া হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে। এছাড়া অনামী ভারতীয় তরুণ সমীর রিজভিকে প্রায় সাড়ে আট কোটি টাকাতে দলে টেনেছে সিএসকে। নেওয়া হয়েছে অলরাউন্ডার শার্দূল ঠাকুরকেও। সব মিলিয়ে বেশ শক্তিশালী দলই গঠন করেছে গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
বিশ্বনাথন বলছেন, ‘‘ধোনি (Dhoni- CSK) আগেই এই ক্রিকেটারদের বেছে রেখেছিল। ওর পরামর্শ মেনেই দল গড়া হয়েছে। আমাদের সৌভাগ্য যে, যাদের যাদের টার্গেট করেছিলাম, তাদের প্রায় প্রত্যেককেই পেয়েছি।’’ সিএসকে কোচ স্টিফেন ফ্রেমিং আবার বলছেন, ‘‘এখনও দল নিয়ে ধোনি দারুণভাবে সক্রিয়। সেই প্রথম দিনের মতোই। আসলে দল নিয়ে ওর প্রচুর আবেগ রয়েছে। তাই দলগঠনের প্রতিটি পরিকল্পনায় অংশ নেয় এবং নিজের মতামত স্পষ্টভাবে জানায়।’’

আরও পড়ুন- স্টার্ককে চড়া দর, ব্যাখ্যা গম্ভীরের

Latest article