অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস!

Must read

তাপপ্রবাহের জেরে অস্বস্তিতে রাজ্যবাসী৷ এর মধ্যেই বৃষ্টির (Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সর্বশেষ আপডেটে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। যার জেরে তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে রাজ্যবাসীর। এদিন হাওয়া অফিস জানিয়েছে রবিবার সন্ধেয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত সাফ জানিয়েছেন বৃষ্টি হলেও বিশেষ কিছু হেরফের হবে না তাপমাত্রায়। এদিকে, সোমবারও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে এদিন আলিপুর জানিয়েছে, প্রতিদিন সন্ধের পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। আর সেকারণেই সোমবার থেকে ৪ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ মে থেকে বৃষ্টি (Rain) হতে পারে দক্ষিণবঙ্গে। কারণ ওই সময় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন-আদিবাসীদের জন্য একের পর এক প্রকল্প, মনে করালেন নেত্রী

তবে এদিন পশ্চিমের ৫-৭ জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে‌। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। আজও তাপপ্রবাহ জারি রয়েছে কলকাতায়। এবছর এপ্রিল মাসে এই নিয়ে চতুর্থ দফায় তাপপ্রবাহের স্পেল। যা অতীতে এপ্রিল মাসে কোনওদিন ঘটেনি। ১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক ৩ স্পেল তাপপ্রবাহ চলেছে। উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

Latest article