হঠাৎ ইস্তফা দিল্লি কংগ্রেস সভাপতির

তবে আপের পক্ষ থেকে রবিবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেসের ভেতরের সমস্যা আপের সঙ্গে নির্বাচনী সমঝোতায় কোনও প্রভাব ফেলবে না।

Must read

প্রতিবেদন: আচমকাই দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দর সিং লাভলি। আপের সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার প্রতিবাদেই প্রদেশ সভাপতির এই ইস্তফা বলে রবিবার জানা গিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন লাভলি।

আরও পড়ুন-আজব অজুহাত, আপের প্রচার ভিডিওতে নিষেধাজ্ঞা কমিশনের

বলেছেন, আপের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন লড়া একেবারেই চায়নি কংগ্রেসের দিল্লি ইউনিট। তাই এই অবস্থায় আমার পক্ষে আর কাজ চালানো সম্ভব হচ্ছে না। তবে তিনি অন্য কোনও দলে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এদিন লাভলির বাড়ির সামনে তাঁর সমর্থকদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় বিপক্ষ গোষ্ঠীর সমর্থকদের। দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্রে কানহাইয়াকে প্রার্থী করায় ব্যাপক ক্ষোভপ্রকাশ করেন একদল কংগ্রেস সমর্থক। তবে আপের পক্ষ থেকে রবিবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেসের ভেতরের সমস্যা আপের সঙ্গে নির্বাচনী সমঝোতায় কোনও প্রভাব ফেলবে না।

Latest article