বেপরোয়া বিজেপি, ‘ট্যুইট মালব্য’র ফোনালাপ ফাঁস করে পাল্টা তৃণমূলের

Must read

প্রতিবেদন : সন্দেশখালিতে বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য ফাঁস হয়ে গিয়েছে। কয়েকটা ভোটের জন্য বিজেপি ষড়যন্ত্র করে টাকার বিনিময়ে সন্দেশখালির মহিলাদের সম্মান নিয়ে ধুলোয় মিশিয়ে গোটা দেশের সামনে বাংলার ভাবমূর্তিকে কলুষিত করেছে। বৃহস্পতিবারই বসিরহাটের বিজেপি সাধারণ সম্পাদক সিরিয়া পরভিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিজেপির সেই চক্রান্ত নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। আর তৃণমূলে যোগদানের পরই শাক দিয়ে মাছ ঢাকার জন্য বেপরোয়া বিজেপির আইটি সেলের প্রধান ট্যুইট মালব্যের ফোন আসে সিরিয়ার কাছে। শুক্রবার সেই ফোনের রেকর্ডিং প্রকাশ করে ট্যুইট মালব্য তথা বিজেপির মুখোশ খুলে দিল তৃণমূল। দলের তরফে সেই রেকর্ডিং ফাঁস করে মন্ত্রী ডাঃ শশী পাঁজা (Shashi Panja) বলেন, সন্দেশখালিতে বিজেপির এই ভয়ানক ষড়যন্ত্রে রাজ্য বিজেপির সঙ্গে জাতীয় স্তরের বিজেপির যোগসূত্র হিসেবে কীভাবে বাংলাকে কালিমালিপ্ত করা যায়, সেই কাজটা করেছেন বিজেপির আইটি সেলের ইনচার্জ। সন্দেশখালিকে অশান্ত করার জন্য বিজেপি বহিরাগত মানুষ পাঠিয়েছে, টাকা পাঠিয়েছে, অস্ত্র পাঠিয়েছে, মিডিয়া পাঠিয়েছে। গোটা ঘটনাটা এমনভাবে সাজিয়েছে যাতে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশের সামনে বাংলাকে কালিমালিপ্ত করা যায়।

আরও পড়ুন: আড়াই মাসে শ্বেতপত্র প্রকাশ করতে পারলেন না প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার সন্ধ্যায় বসিরহাটের বিজেপি সাধারণ সম্পাদক সিরিয়া পরভিন তৃণমূলে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই নিজেদের পিঠ বাঁচাতে সিরিয়াকে ফোন করে ট্যুইট মালব্য। এদিন তৃণমূলের তরফে প্রকাশ করা সেই কল রেকর্ডিংয়ে মালব্যকে বলতে শোনা যাচ্ছে, আপনি তৃণমূলে যোগ দিয়েছেন? কী লাভ? আপনি এত তাড়াতাড়ি তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন, সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি আজকে আপনাকে কথা দিচ্ছি। আপনার সবরকম ব্যবস্থা করে দেব। কী সমস্যা আছে আমাকে বলুন, একসঙ্গে সমাধান করব। আপনি কাল আবার বিজেপিতে যোগ দিন। এটা কোনও সাতদিনের নির্বাচনের মামলা নয়। তৃণমূল বাংলায় বেশিদিন টিকবে না।
মহিলাদের দিয়ে সাজানো ধর্ষণের অভিযোগ করিয়ে সন্দেশখালিকে সর্বভারতীয় মিডিয়ার নজরে আনার পিছনে চক্রান্ত শুধুমাত্র রাজ্য বিজেপির একার নয়, এর সঙ্গে সমানভাবে যুক্ত আছে জাতীয় স্তরের বিজেপি নেতৃত্বও। তৃণমূলের সাফ বক্তব্য, মোদি-শাহের অঙ্গুলিহেলনে এবং ট্যুইট মালব্যের মতো ধর্ষক নিয়োগকারীদের ষড়যন্ত্রেই সন্দেশখালির মতো নোংরা ঘটনা ঘটানো হয়েছে। এদিন মালব্যের কল রেকর্ডিং প্রকাশ করে অরূপ চক্রবর্তী বলেন, প্রথমে সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতির ভাইরাল স্টিং অপারেশনের ভিডিও ফাঁস, তারপর মোদির সভার দিন নিজেরাই বোমা-বন্দুক রেখে এনএসজি এনে বিজেপির সাজানো চিত্রনাট্য, তারপর মাম্পি দাসের অডিও কল রেকর্ডিং ভাইরাল। এভাবেই পরিকল্পিত চিত্রনাট্য তৈরি করে সন্ত্রাসের রাজনীতি আমদানি করে গোটা দেশের সামনে বাংলাকে কলুষিত করছে বিজেপির আইটি সেলের প্রধান ট্যুইট মালব্য। ধর্ষক নিয়োগকারী এই মালব্যের আইটি সেলের ৪ সদস্য মোদির কেন্দ্র বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভিতরে এক গবেষক-ছাত্রীকে গণধর্ষণ করে। এই ধর্ষকদের ছবি ছিল নরেন্দ্র মোদি, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথের সঙ্গে। এই ধর্ষক নিয়োগকারী নারীর সম্মান দেবে?

Latest article