পাকিস্তানের জেলে মৃত্যু ভারতীয় মৎস্যজীবীর

পাকিস্তানের জেলে মৃত্যু হল ভারতীয় মৎস্যজীবীর। অনেক কাঠখড় পোড়ানোর পরে দেড়মাসের মাথায় তাঁর দেহ ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হল।

Must read

প্রতিবেদন: পাকিস্তানের জেলে মৃত্যু হল ভারতীয় মৎস্যজীবীর। অনেক কাঠখড় পোড়ানোর পরে দেড়মাসের মাথায় তাঁর দেহ ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হল। ২০২২ সালের অক্টোবরে আরব সাগরে মাছ ধরতে গিয়েছিলেন মহারাষ্ট্রের পালঘর জেলার গোরাটপোড়া গ্রামের বাসিন্দা লক্ষ্মণ কোলে। কিন্তু ভুলবশত পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়েন তিনি। অনেক অনুনয় বিনয় সত্ত্বেও পাকবাহিনী আটক করে নিয়ে যায় তাঁকে। সেই সময় থেকে করাচির জেলেই বন্দি ছিলেন লক্ষ্মণ। ওই সময় পরিবারের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি তাঁকে।

আরও পড়ুন-রাজধানীর রাজপথে আপের চমক, বিজেপিতে গেলেই দুর্নীতি সাফ, ওয়াশিং মেশিন নিয়ে পদযাত্রা

গত মার্চে জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তিনি আক্রান্ত হন পক্ষাঘাতে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। ১৭ মার্চ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কিন্তু সে খবরও দেশে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়নি পাকিস্তানের পক্ষ থেকে। অবশেষে করাচির জেলে অন্যান্য ভারতীয় বন্দিরাই সে খবর পৌঁছে দেয়। মৃত্যুর দেড় মাস পরে এখন তাঁর দেহ বাড়িতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

Latest article