এবার দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ পল্লীতে নিজে হাতে একটি ছবি এঁকেছিলেন। মহালয়ার দিন নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র “জাগো বাংলা” উৎসব সংখ্যার প্রচ্ছদে দুর্গা মায়ের যে ছবি ছিল, সেই ছবিটিই বালিগঞ্জ ২১ পল্লীর পুজোয় গিয়ে এঁকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এবার সেই ছবিকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ২১ পল্লী দুর্গোৎসব কমিটি। পুজোর দিনগুলোতে ছবিটি মণ্ডপেই রাখা ছিল দর্শনার্থীদের জন্য।
আরও পড়ুন-উপনির্বাচন: তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ঘিরে প্রবল উচ্ছ্বাস
সংরক্ষণ প্রসঙ্গে ২১ পল্লী পুজো কমিটির সম্পাদক মলয় বিশ্বাস জানিয়েছেন, ‘‘স্লেট চক-পেন্সিলে মুখ্যমন্ত্রীর হাতে আঁকা ছবিটি আমাদের কাছে এক অমূল্য সম্পদ। তাই এই ছবিটি আমরা সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছি। ছবিটি যাতে যুগ যুগ ধরে নষ্ট না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। যিনি সংরক্ষণের দায়িত্বে আছে, তিনি একটি বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করে সংরক্ষণ করবেন। পরে সেটি ফ্রেমে বাঁধানো হবে। এবং বালিগঞ্জে ২১ পল্লী ক্লাবের ভিতরে তা অত্যন্ত যত্ন সহকারে রাখা। প্রতি বছর পুজোর সময় এই সংরক্ষিত ছবি সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপে রাখা হবে।”