প্রধান বিচারপতিকে চিঠি ‘খেলাটা’ চালিয়েই যাচ্ছেন মোদি! এবার ২১ জন প্রাক্তনের চিঠি

Must read

প্রধান বিচারপতিকে (CJI DY Chandrachud) চিঠি খেলাটা মোদি চালিয়েই যাচ্ছেন। লোকসভা ভোটের মুখে বিজেপির অপকর্ম ঢাকার কৌশল। বিজেপির অনুগত আইনজীবীদের দিয়ে প্রধান বিচারপতির উপরে চাপসৃষ্টি। নিজেদের লক্ষ্যপূরণ করতে আবারও অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে এই কাজ করাল বিজেপি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন ২১ জন প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি। চিঠিতে উল্লেখ রয়েছে, পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাকে দুর্বল করার করার চেষ্টা চলছে। বিভিন্ন প্রক্রিয়ায় আদালতের উপর দোষ চাপাতে ব্যস্ত একটি স্বার্থান্বেষী মহল। চিঠিতে দাবি করা হয়েছে, “রাজনৈতিক স্বার্থে এবং ব্যক্তিগত লাভের জন্য বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।”

আরও পড়ুন- তমলুকে এবার ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস, চপার-কাণ্ডে আইনি পদক্ষেপ করবেন অভিষেক

চিঠিতে সরাসরি কোনও ব্যক্তি, রাজনৈতিক দল বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। রাজনৈতিক ব্যক্তিদের মতে, বিচারব্যবস্থার প্রতি আস্থা নষ্টের উদ্বেগ প্রকাশ করে আসলে বিরোধীদেরই নিশানা করা হচ্ছে। চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) উদ্দেশে চিঠিতে প্রাক্তন বিচারপতিরা লিখেছেন, “ভুল তথ্য তুলে ধরে বিচারব্যবস্থার প্রতি দেশের জনগণের সাধারণ মানুষের ভাবাবেগ নষ্টের চেষ্টা চলছে। এটি অনৈতিক নয় গণতন্ত্রের মৌলিক নীতির জন্য ক্ষতিকর।”

প্রাক্তন বিচারপতিদের চিঠি নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ মোদি সরকারকে তুলোধনা করেছেন। তিনি জানিয়েছেন, “বিচার বিভাগের জন্য সবচেয়ে বড় হুমকি মোদি সরকারের কাছ থেকে আসছে যার পক্ষে এই চিঠিটি প্রকাশ করা হয়েছে।”

এর আগেও মার্চ মাসের শেষে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়েছিলেন ৬০০ জন আইনজীবী। এই আইনজীবীদের মধ্যে ছিলেন হরিশ সালভে এবং সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র।

Latest article