কুকুর হত্যা মামলায় ২১ বছরের কারাদণ্ড

কুকুর হত্যার ওই মামলায় দোষী সাব্যস্ত জ্যাকসনকে ২১ বছরের কারাদণ্ড দিল আদালত।

Must read

বিশ্ববিখ্যাত মার্কিন গায়িকা লেডি গাগার কুকুর ওয়াকারকে অপহরণ ও পরে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল জেমস হাওয়ার্ড জ্যাকসন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কুকুর হত্যার ওই মামলায় দোষী সাব্যস্ত জ্যাকসনকে ২১ বছরের কারাদণ্ড দিল আদালত। তবে অপরাধী নিজের আত্মপক্ষ সমর্থনে কোনও আবেদন করেননি।

আরও পড়ুন-বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত হবে ব্যর্থ

কুকুর চুরির ঘটনায় কুকুরের প্রশিক্ষক রায়ান ফিশারকে হত্যার চেষ্টার জন্য তার এই সাজা। ২০২১ সালে লেডি গাগার কুকুরের প্রশিক্ষক রায়ান ফিশার তাঁর ৪টি ফ্রেঞ্চ বুলডগ নিয়ে হাঁটছিলেন। তখন জ্যাকসন ও তার সহযোগীরা কুকুর চুরি করতে রায়ানের বুকে গুলি করে। গুলিতে একটি কুকুর মারা যায় এবং রায়ানও জখম হন। একটি কুকুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং বাকি দুটি কুকুরকে নিয়ে যায় তারা।

Latest article