পাকিস্তানের পূর্ব পাঞ্জাবে বরযাত্রী বোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার বিকেলে সাদিকাবাদে সিন্ধু নদীতে এই দুর্ঘটনা ঘটে। ওই নৌকায় শতাধিক যাত্রী ছিলেন। এখনও অনেকের খোঁজ মেলেনি। উদ্ধারকারীরা নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে।
আরও পড়ুন-যুদ্ধবিমানে বরিস
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় আসে পুলিশ ও উদ্ধারকারী বাহিনী। কমপক্ষে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে শিশু ও নারী-সহ প্রায় ২০ জনের এখনও খোঁজ মেলেনি। পুলিশের আশঙ্কা, অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকাটি ডুবে গিয়েছে। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একইসঙ্গে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।