অগ্নিবীর নাকি জাতিবীর, কী চায় মোদি সরকার?

কংগ্রেসের পক্ষ থেকেও সরকারি নীতির কড়া সমালোচনা করে বলা হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সেনায় যোগ দেওয়ার অধিকার আছে।

Must read

প্রতিবেদন : বিতর্কিত অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠল। সেনা নিয়োগে জাতপাত টেনে আনার অভিযোগ তুললেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। আপ সাংসদের দাবি, ভারতের ইতিহাসে এই প্রথমবার সেনায় নিয়োগে প্রার্থীদের জাতিগত পরিচয় উল্লেখ করতে হচ্ছে।

আরও পড়ুন-নৌকা ডুবে মৃত ২২

সঞ্জয় ট্যুইট করেন, মোদিজি কি দলিত, ওবিসি এবং আদিবাসীদের সেনায় নিয়োগে উপযুক্ত মনে করেন না? ভারতের ইতিহাসে এই প্রথম সেনায় নিয়োগে প্রার্থীদের জাতির নাম বলতে হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। মোদিজি, আপনি অগ্নিবীর তৈরি করতে চাইছেন, নাকি জাতিবীর?
কেন্দ্রকে তীব্র কটাক্ষ করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, জাতিভিত্তিক সেনাবাহিনী তৈরির চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। অগ্নিপথ নিয়ে যা চলছে তা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। এই প্রকল্পের মাধ্যমে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে বিজেপি। বিহারে বিজেপির জোট শরিক জেডিইউ নেতা উপেন্দ্র কুশওয়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে জানতে চান, সেনায় নিয়োগে সংরক্ষণের ব্যবস্থা নেই। তা হলে অগ্নিবীরদের কাছে কেন জাতি জানাতে চাওয়া হচ্ছে?

আরও পড়ুন-যুদ্ধবিমানে বরিস

কংগ্রেসের পক্ষ থেকেও সরকারি নীতির কড়া সমালোচনা করে বলা হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সেনায় যোগ দেওয়ার অধিকার আছে। কিন্তু মোদি সরকার যদি জাতিভিত্তিক সেনাবাহিনী গঠনের চেষ্টা করে তবে সেটা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই বিতর্কের প্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নিবীরদের নিয়োগে নতুন কোনও পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না। এতদিন যেভাবে সেনায় নিয়োগ প্রক্রিয়া চলত, এবারও তেমনই হচ্ছে।

Latest article