উপত্যকায় ভূমিধসে ২ দিনে মৃত্যু ২২ জনের, বৃষ্টি-তুষারপাতের জেরে বিপর্যস্ত জনজীবন

Must read

বাংলা-সহ দেশের পূর্বের রাজ্যগুলি যখন রোদের তেজে পুড়ছে ঠিক সেসময় একেবারে উলটো চিত্র কাশ্মীরে (Jammu and Kashmir)। টানা বৃষ্টি-তুষারপাত চলছে জম্মু-কাশ্মীরে। টানা বৃষ্টির জেরে উপত্যকার একাধিক জায়গায় নেমেছে ভূমিধস। ক্ষতিগ্রস্ত অগুনতি বাড়ি। প্রাকৃতিক বিপর্যয়ে খারাপ অবস্থা বারামুলা, কিশতওয়াড় এবং রিয়াসি জেলার। ভারী বৃষ্টিতে ভেঙে গিয়েছে কিশতওয়াড় জেলায় ১২টি বাড়ি। কুপওয়াড়ার বেশ কিছু অংশে দেখা গিয়েছে হড়পা বান। ভেসে গিয়েছে বহু ঘর-বাড়ি-সড়ক। ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলগুলিতে। গত ২ দিনে ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আরও পড়ুন-আইড্রপ-সহ পতঞ্জলির ১৪ পণ্যের লাইসেন্স বাতিল, যোগগুরুর বিরুদ্ধে দায়ের ফৌজদারি মামলা!

টানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে নদীগুলিতে। মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে কাশ্মীরে (Jammu and Kashmir)। কাশ্মীরের সঙ্গে বাকি দেশের সংযোগ রক্ষাকারী জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও ধস নেমেছে। বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিশতওয়াড় জেলায় জারি করে হয়েছে লাল সতর্কতা।

উত্তর-মধ্য কাশ্মীরে তুষার ধসের আশঙ্কা বেড়েছে। মৌসম ভবন জানিয়েছে, কাশ্মীর-হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে মঙ্গলবার বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

Latest article