যোগীরাজ্যে বিজেপি বিধায়কের সরকারি ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

দেহটি উদ্ধার করা হলেও পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি ফ্ল্যাট থেকে। ইতিমধ্যে প্রেমিকার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

Must read

উত্তরপ্রদেশ (Uttar Pradesh) রাজ্যের লখনৌয়ের (Lucknow) হজরতগঞ্জ এলাকার নিউ দারুল সাফা আবাসনে বিজেপি (BJP) বিধায়ক যোগেশ শুক্লার সরকারি ফ্ল্যাট থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যুবক আত্মহত্যা করেছে । আজ, সোমবার তার দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম শ্রেষ্ঠা তিওয়ারি, যিনি উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার হায়দারগড়ের বাসিন্দা।। বয়স ২৪। জানা গিয়েছে, তিনি এই বিধায়কের হয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করতেন। বিধায়কের হজরতগঞ্জের লালবাগে ১০ তলা আবাসনের ফ্ল্যাট নম্বর ৮০৪ রুমে থাকতেন। বিধায়কের সঙ্গে রোজই তার কথা হত।

আরও পড়ুন-কোভিডের চেয়ে সাত গুণ বেশি মারাত্মক হতে পারে ‘এক্স’! সাবধান করল WHO

এমন কি হল যে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিতে হল এই যুবককে। লখনৌ জুড়ে এর ফলে শোরগোল পড়ে গিয়েছে। যোগী রাজ্যের পর পর কয়েকটি ঘটনা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। এই বিষয়ে পুলিশের ডিসি সেন্ট্রাল অপর্ণা রজত কৌশিক জানান, ওই যুবক রবিবার মাঝরাতে আত্মহত্যা করেছেন। প্রেমিকার সঙ্গে ঝগড়া হওয়ার পরই এমন কাজ করেন যুবক। আত্মহত্যার সময় যুবকের প্রেমিকা ওই ফ্ল্যাটের গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন বলেই মনে করা হচ্ছে । সূত্রের খবর, যুবক আত্মঘাতী হওয়ার সময় ভিডিয়ো করে রেখে গিয়েছেন। যেখানে তিনি প্রেমিকাকে ডাকছিলেন বলে শোনা গিয়েছে।

আরও পড়ুন-নির্মলচন্দ্রের দ্রুত শপথের উদ্যোগ, রাজ্যপালকে চিঠি পরিষদীয় মন্ত্রীর

দেহটি উদ্ধার করা হলেও পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি ফ্ল্যাট থেকে। ইতিমধ্যে প্রেমিকার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ঘরটি ফরেনসিক দল পরীক্ষা করছে। আবাসনে ৪০টি ফ্ল্যাট আছে। ৩০টি সিসিটিভি দিয়ে ঘেরা। ওই সিসিটিভি ক্যামেরায় থাকা ফুটেজ জোগাড় করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Latest article