প্রতিবেদন : বিএসএফের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল গীতালদহের রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের শরীর। পরিবারের অভিযোগ, ময়ানতদন্তের রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে সীমান্তরক্ষীদের অত্যাচার চোখে আঙুল দিয়ে দেখানো হলেও এখনও পর্যন্ত নেওয়া হয়নি কোনও শাস্তিমূলক ব্যবস্থা।
আরও পড়ুন-টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে চাই: পূজারা
গত শনিবার কোচবিহারের মাথাভাঙার জনসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে কান্নায় ভেঙে পড়েন নিহত যুবকের মা সুখমণি বর্মন। বারবার আর্তি জানান দোষীদের শাস্তির। নিজের হাতে চোখের জল মুছিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে কথা দেন তৃণমূল কংগ্রেস সবসময় তাঁদের পাশে আছে। অন্যায়ের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়বে। এই মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুঁড়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের দিকে। কেন এই ঘটনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তীব্র আক্রমণ শানান তিনি। জবাব চেয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি রবিবার কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাও করা হবে বলে গর্জে ওঠে সভা।
আরও পড়ুন-দীপ্তি ও রিচাতে মজে হরমন
এর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কর্মসূচির প্রস্তুতি নিয়ে জেলায় বৈঠক হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, এই ঘেরাওয়ে উপস্থিত হবেন ২৫ হাজার তৃণমূল কংগ্রেস কর্মী। এই প্রতিবাদ শুধুই বিএসএফের অন্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জবাব চেয়ে। জেলা সভাপতি জানিয়েছেন, বহু জায়গা থেকেই অপপ্রচার করা হচ্ছে এই ঘেরাওয়ে কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারকেও বাধা দেওয়া হতে পারে। কিন্তু কোনওভাবেই তৃণমূল কংগ্রেস তা করবে না। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র দোষীদের শাস্তি চায়, নিহতের পরিবারের প্রতি ন্যায়বিচার চায়।