দীপ্তি ও রিচাতে মজে হরমন

মেয়েদের টি-২০ বিশ্বকাপে টানা দু’ম্যাচ জিতে সেমিফাইনালের পথটা মসৃণ করেছে ভারত।

Must read

কেপটাউন, ১৬ ফেব্রুয়ারি : মেয়েদের টি-২০ বিশ্বকাপে টানা দু’ম্যাচ জিতে সেমিফাইনালের পথটা মসৃণ করেছে ভারত। শনিবার গ্রুপের তৃতীয় ম্যাচে হরমনপ্রীত কৌরদের সামনে ইংল্যান্ড। ভারতের মতো ইংল্যান্ডও টানা দু’ম্যাচ জিতেছে। নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপের শীর্ষে রয়েছে।

আরও পড়ুন-বিজেপি রাজ্য বলেই নিষ্ক্রিয় কেন্দ্রীয় বাহিনী

হরমনপ্রীত বলছেন, ‘‘শনিবারের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। জয়ের ছন্দ ধরে রাখতেই হবে। আমাদের সবার ফোকাস এখন ইংলান্ড ম্যাচ।’’ হরমনপ্রীতকে ভরসা দিচ্ছে দুই সতীর্থ রিচা ঘোষ ও দীপ্তি শর্মার ফর্ম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৪৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন রিচা। অন্যদিকে, তিন উইকেট নিয়ে ক্যারিবিয়ান ইনিংসে ধস নামিয়েছিলেন দীপ্তি। তিনি আবার প্রথম ভারতীয় বোলার (পুরুষ ও মহিলা মিলিয়ে) হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। হরমনপ্রীত বলছেন, ‘‘দীপ্তির সাফল্যে আমরা গর্বিত। ও দারুণ বোলিং করছে।’’ তিনি আরও বলেন, ‘‘রিচা আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপের দুটো ম্যাচেই ব্যাট হাতে সফল। ও এমন একজন, যে সব সময় দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আগ্রাসী মেজাজে ব্যাট করে।’’

Latest article