মিশরীয় সভ্যতার স্মৃতিচিহ্ন, সাক্কারা থেকে সন্ধান মিলল ২৫০ কফিনের

মিশরে ফের প্রাচীন সমাধির খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা।

Must read

প্রতিবেদন : মিশরে ফের প্রাচীন সমাধির খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা। মিশরের রাজধানী কায়রোর কাছে সাক্কারায় বিখ্যাত নেক্রোপলিস বা কবরস্থান থেকে একাধিক সমাধিক্ষেত্রের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এই সমাধিগুলি কমপক্ষে আড়াই হাজার বছরের পুরনো বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সমাধি ছাড়াও এই নিদর্শনগুলির মধ্যে থেকে আমুন, মিন, আনুবিস, ওসিরিস, আইসিস, বাস্টেট, নেফারটাম এবং হাথোর প্রভৃতি দেবতার মূর্তি পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-স্কুলে ঢুকে শিক্ষিকাকে মেরে ফেলল জঙ্গিরা

খননকাজ করতে গিয়ে ইমহোটেপের একটি মুণ্ডহীন মূর্তিও পাওয়া গিয়েছে। প্রাচীন মিশরের বিভিন্ন স্থাপত্য নির্মাণের কাজ করতেন এই ইমহোটেপ। সাক্কারা পিরামিডও ইমহোটেপ তৈরি করেছিলেন। মিশরের পর্যটন মন্ত্রক জানিয়েছে, খননকার্য চালিয়ে ২৫০টি কফিন, ১৫০টি ব্রোঞ্জের মূর্তি উদ্ধার হয়েছে। এগুলি আনুমানিক ৫০০ খ্রিস্টপূর্বাব্দের শেষ সময়কালের। মিশরের প্রত্নতত্ত্ব বিভাগের সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি জানিয়েছেন, উদ্ধার হওয়া মূর্তিগুলির মধ্যে আছে প্রাচীন মিশরের উর্বরতার দেবী আইসিসের একটি ব্রোঞ্চ মূর্তিও। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত ব্রোঞ্জের বেশ কিছু পাত্রও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-সীতার পাতালপ্রবেশ বিতর্ক, প্রমাণ নেই, চার্জশিটই দিল না আর কে পুর

অক্ষত অবস্থায় মিলেছে প্রায় ২৫০টি কফিন। কফিনগুলির উপর রয়েছে সুন্দর নকশা। এই কফিনগুলি এখনও যথেষ্ট ভাল অবস্থায় আছে বলে প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন। এই কফিন ও ব্রোঞ্জের মূর্তিগুলি ঠিক কত বছর আগের তা জানতে পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষ হলে এই নিদর্শনগুলিকে গ্র্যান্ড মিশরীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে। বিখ্যাত গিজা পিরামিডের কাছেই তৈরি হয়েছে এই জাদুঘর। বিভিন্ন সুপ্রাচীন জিনিস দেখার জন্য প্রতি বছর মিশরে প্রচুর পরিমাণে পর্যটক আসেন। পর্যটন ব্যবসার মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে মিশর।

Latest article