ফের বিজেপি নেত্রীর বাড়ি থেকে কেজি কেজি গাঁজা উদ্ধার। ১ কেজি ২ কেজি নয় ২৬ কেজি গাঁজা (Marijuana) উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। হাওড়ার সাঁকরাইলের কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপা রায়ের বাড়ি থেকেই পাওয়া গিয়েছে গাঁজা। বিজেপি নেত্রীর স্বামী নিমাইকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। এর আগেও একাধিকবার বিজেপির নেতাদের মাদক পাচারের ঘটনায় নাম জড়িয়েছে। সেই তালিকায় এবার নতুন নাম উঠে এল। এই ঘটনায় বিজেপিকে বিজেপিকে ধুয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলল গাঁজাখোর বিজেপি।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বিজেপিকে এবং রাজ্যপালকে তোপ দেগেছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “২৬ কেজি গাঁজা (Marijuana) উদ্ধার হয়েছে কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপা রায়ের বাড়ি থেকে। এই ঘটনা আমাদের বিজেপি নেত্রী পামেলার মাদক মামলার কথা মনে করিয়ে দেয়।“ এই প্রসঙ্গ টেনে রাজ্যপাল কিছু বলতে চান কিনা তা জিজ্ঞেস করেন তৃণমূল সাংসদ। একইসঙ্গে শুভেন্দু এবং সুকান্ত মজুমদারকেও জিজ্ঞেস করেন তাঁরা কিছু বলতে চান কিনা।
26 kgs of Marijuana seized from the house of @BJP4Bengal Panchayat Member of Kandua GP of Sankrail, Howrah.
It reminds us the close relationship of drug peddler Pamela with BJP leaders.
Want @DrCVAnandaBose1 to comment on this.
What @SuvenduWB & @DrSukantaBJP would say now? pic.twitter.com/QLeaAyvhT0
— DR SANTANU SEN (@SantanuSenMP) January 13, 2024
এই ঘটনায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,”বিজেপির সাঁকরাইলের কান্দুয়ার পঞ্চায়েত সদস্য রূপা রায়ের বাড়ি থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। তাঁর স্বামী গ্রেপ্তার। আগেও মাদকের সঙ্গে বিজেপি নেতানেত্রীদের যোগাযোগের ঘটনা দেখা গিয়েছে।“ একইসঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে বিজেপিকে #গাঁজাখোর বলেছেন।
গাঁজাখোর বিজেপির স্বামী, স্ত্রী দুজনেই গ্রেপ্তার।
গাঁজা উদ্ধার 41 কেজির বেশি।
তদন্ত চলছে। https://t.co/FiLZNi2B8B— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 13, 2024
শনিবার সকালে হাওড়া সিটি পুলিশের একটি দল তাঁদের বাড়িতে হানা দেয়। সেই সময় নিমাই ও তাঁর স্ত্রী রূপা দুজনে বাড়িতেই ছিলেন। বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে গাঁজা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। সাঁকরাইল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সৌমেন মুখোপাধ্যায় বলেন, ‘বিজেপির ছত্রছায়ায় থেকে নিমাই এই গাঁজার কারবার চালাচ্ছিল। আমরা এলাকায় এই ধরনের কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানান, ‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ধৃত নিমাই গাঁজা পাচার চক্রের এজেণ্ট হিসেবে কাজ করতো। উদ্ধার হওয়া গাঁজা পাচারের উদ্দেশ্যে বাড়িতে জড়ো করে রেখেছিল ধৃত নিমাই। দীর্ঘদিন ধরেই সে এই কাজ চালাচ্ছিল। তার সঙ্গে এই চক্রে আরও কয়েকজন জড়িত ছিল বলে মনে করা হচ্ছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।’
আরও পড়ুন- বিজেপি ছেড়ে তৃণমূলে ১৩ পরিবার