ফিটনেস নিয়ে রোহিতরাও সচেতন : যুবি

রাজারহাটে অ্যাকাডেমি

Must read

প্রতিবেদন : পথচলা শুরু ‘যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স’-এর (Yuvi cricket academy- Rajarhat)। শনিবার নিজের নামাঙ্কিত ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বয়ং যুবরাজ। মার্লিন গ্রুপের সঙ্গে গাঁটছড়া বেঁধে রাজারহাটে গড়ে উঠেছে এই অ্যাকাডেমি (Yuvi cricket academy- Rajarhat)। দু’বারের (২০০৭ ও ২০১১) বিশ্বকাপজয়ী যুবরাজ এদিন বলেন, ‘‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার অনেক আগে থেকেই অ্যাকাডেমি গড়ে তোলার ভাবনা ছিল। ক্রিকেট থেকে অনেক পেয়েছি। এবার কিছু ফিরিয়ে দিতে চাই। তাই এই স্বপ্নের প্রকল্প গড়ে তোলা হল।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের সময় ইন্ডোর বলে কিছুই ছিল না। বোলিং মেশিনও ছিল না। বর্তমান প্রজন্মের জন্য সেরা পরিকাঠামো গড়ে তোলাই লক্ষ্য।’’একই সঙ্গে রোহিত শর্মা ও বিরাট কোহলির টি-২০ বিশ্বকাপে খেলা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে যুবি বলেন, ‘‘ওরা দু’জনে প্রায় বছর দেড়েক পর টি-২০ দলে কামব্যাক করেছে। তিন ফরম্যাটে খেললে ক্রিকেটাররা ক্লান্ত হয়ে পড়ে। তবে আমার ধারণা, রোহিত-বিরাটরা জানে কীভাবে ফিটনেস ধরে রাখতে হয়।’’
তিনি আরও বলেন, ‘‘আইপিএল খেলে ওরা বিশ্বকাপের প্রস্তুতি ভালভাবেই নিতে পারবে।’’

আরও পড়ুন-তেলেঙ্গানায় বাস উল্টে আ.গুন, জীবন্ত দ.গ্ধ মহিলা

Latest article