করমণ্ডল দুর্ঘটনায় দাবিহীন ২৮ দেহ, গণদাহ হওয়ার সম্ভাবনা

২রা জুন ২০২৩ ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস (Coromondel Express) দুর্ঘটনা আজও মানুষের মনে গভীর ক্ষত তৈরী করে রেখেছে।

Must read

২রা জুন ২০২৩ ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস (Coromondel Express) দুর্ঘটনা আজও মানুষের মনে গভীর ক্ষত তৈরী করে রেখেছে। ওই ঘটনায়, ২৯৬জন যাত্রীর মৃত্যু হয়েছিল। ১১০০ জন আহত হয়েছিলেন। প্রায় চার মাস কেটে গিয়েছে। এর মধ্যে ভুবনেশ্বর পুরসভা জানিয়েছে, ২৮টি মৃতদেহের কোনও দাবিদার নেই। সেগুলিকে ভুবনেশ্বর এইমসে হিমঘরে রাখা রয়েছে। তবে আর বেশিদিন যে রাখা যাবে না সেটাও জানিয়েছে তারা। কিছুদিনের মধ্য়ে দাহ করে দেওয়া হবে। ২৯৬টি দেহের মধ্য়ে ১৬২টি দেহকে এইমস ভুবনেশ্বরে রাখা ছিল। ৮১টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাকি ৮১টির মধ্যে ৫৩টি ডিএনএ মিলিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু সমস্যা হল ২৮ দেহ শনাক্ত করার জন্য কেউ আসেনি।

আরও পড়ুন-সিকিমে মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ১৪০

মনে করা হচ্ছে এগুলি পরিযায়ী শ্রমিকদের দেহ। উত্তরবঙ্গের হওয়ার সম্ভাবনা বেশি বলেই সন্দেহ। বিএমসি কমিশনার বিজয় অমৃতা কুলাঙ্গে এই বিষয়ে জানিয়েছেন, সিবিআই সম্প্রতি জানিয়ছে এবার এই দেহগুলি দাহ করা যেতে পারে। এইমস থেকে শ্মশানে আনার সময় সিবিআই টিম থাকতে পারে। তবে সেটা কখন হবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজ সোমবার নাকি মঙ্গলবার থেকে এই প্রক্রিয়া শুরু হবে সেটা নিশ্চিত নয়। এইমস বিএমসিকে দেহ দেবে। এরপর সেগুলি শ্মশানে নিয়ে যাওয়া হবে। সম্পূর্ণ ঘটনা ভিডিও করে রাখা হবে বলেই খবর।

Latest article