সংবাদদাতা,মালদহ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য জুড়ে এসেছে উন্নয়নের জোয়ার। এবার মালদহে ২৮৫ জন চাষিকে বিনামূল্যে স্প্রে মেশিন দেওয়ার প্রক্রিয়া শুরু করল মালদহ জেলা উদ্যানপালন দফতর। ইতিমধ্যেই উদ্যানপালন দফতরের পক্ষ থেকে প্রথম ধাপে ১৫ জন চাষির হাতে স্প্রে মেশিন তুলে দেওয়া হয়েছে। ধাপে ধাপে বাকি ২৭০ জনকে আগামী দিনে দেওয়া হবে স্প্রে মেশিন। দফতর সূত্রে জানা গেছে, মালদহ জেলার চাঁচল, গাজোল, মানিকচক, হবিবপুর-সহ ১৫টি ব্লকের চাষিদের তালিকা তৈরি করা হয়েছে।
আরও পড়ুন-পাহাড়েও কেন্দ্রবিরোধী আওয়াজ
সেই তালিকা অনুযায়ী চলতি মার্চ মাসের মধ্যেই স্প্রে মেশিনগুলি দেওয়ার কাজ সম্পূর্ণ করার চেষ্টা করা হবে। এ নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। অত্যাধুনিক নতুন মেশিনগুলি ব্যাটারি-চালিত। ১৬ লিটার জলের সঙ্গে কীটনাশক মিশিয়ে তা স্প্রে করা যাবে। মূলত জেলার কৃষকদের পাশে দাঁড়াতে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা উদ্যানপালন দফতর সূত্রে আরও জানা গেছে, চাষের সুবিধার কারণে স্প্রে মেশিন নেওয়ার জন্য অতীতে ব্লকভিত্তিক কৃষকেরা স্থানীয় ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। ব্লক থেকে সেই আবেদনপত্র জেলার উদ্যানপালন দফতরে পাঠানো হয়।