সমাবর্তনে রাষ্ট্রপতির কাছে অভিযোগ নিয়ে আতঙ্কে উপাচার্য, আশ্রমিকরাও আমন্ত্রণ পেলেন না

রাষ্ট্রপতির কাছে কেউ যাতে ঘেঁষতে এবং অভিযোগ জানাতে না পারে, তা নিয়ে উপাচার্য বিশেষ তৎপর। দোহাই দিয়েছেন নিরাপত্তার।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : রাষ্ট্রপতির (President) কাছে কেউ যাতে ঘেঁষতে এবং অভিযোগ জানাতে না পারে, তা নিয়ে উপাচার্য বিশেষ তৎপর। দোহাই দিয়েছেন নিরাপত্তার। আশ্রমিকরাও আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ জানানোর সৌজন্য দেখানো হয়নি ভূমিপুত্র নোবেলজয়ী অমর্ত্য সেনকেও। তবে অধ্যাপক সংগঠন ভিভিউফা মেল করে উপাচার্যের অন্যায়ের দীর্ঘ তালিকা পাঠিয়েছে রাষ্ট্রপতিকে। ছাত্রনেতা সোমনাথ সৌ জানান, রাষ্ট্রপতি স্বাগত। কিন্তু আমাদের কোনও কর্মসূচি নেই। টিএমসিপি ইউনিটের সভানেত্রী মীনাক্ষী ভট্টাচার্য বলেন, ইচ্ছে ছিল রাষ্ট্রপতিকে আমাদের অসুবিধার কথা জানানোর। সেই সুযোগ পাচ্ছি না। নিশ্চ্ছিদ্র নিরাপত্তায় ৫৪তম সমাবর্তনে বিশ্বভারতী আসছেন রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দ্রৌপদী মুর্মু। সঙ্গে থাকছেন রাজ্যপাল তথা রেক্টর সি ভি আনন্দ বোস।

আরও পড়ুন-পাহাড়েও কেন্দ্রবিরোধী আওয়াজ

জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী আসছেন কি না আমাদের জানানো হয়নি। তাই এ ব্যাপারে কিছু বলতে পারব না। বিভিন্ন সংগঠনও ই-মেলে উপাচার্যের অন্যায়ের কথা রাষ্ট্রপতিকে জানিয়েছে। বোলপুর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সুনীল সিং এবং কবিগুরু হ্যান্ডিক্র্যাফ্টের সভাপতি আমিনুল হোদা জানালেন, তাঁরাও রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন। রাষ্ট্রপতির পদমর্যাদার কথা মাথায় রেখে কোথাও বিক্ষোভ না হলেও, গভীর রাতে উপাচার্যর বিরুদ্ধে পোস্টার পড়তে পারে, এমনটাই সূত্রের খবর। আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন, বর্তমান উপাচার্য প্রথার তোয়াক্কা করেন না। প্রবীণ আশ্রমিক সুবীর বন্দ্যোপাধ্যায় বলেন, আমন্ত্রণ পাইনি। চারিদিক কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তাই অনুষ্ঠান দেখারও সুযোগ নেই।

Latest article