সংবাদদাতা, আলিপুরদুয়ার : অবশেষে মিটতে চলেছে আলিপুরদুয়ার শহরের দীর্ঘদিনের একটি বড় সমস্যা। আগামী দুই সপ্তাহের মধ্যেই নির্ধারিত জায়গায় কাজ শুরু হতে চলেছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের। আলিপুরদুয়ারের জাতীয় সড়কের পাশে মাঝের ডাবরীতে পুরসভার নির্ধারিত জায়গায় তৈরি হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পরিকাঠামো। এর জন্য বরাদ্দ হয়েছে সাড়ে তিন কোটি টাকা।
আরও পড়ুন-স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের জন্য বরাদ্দ ৩৫ লক্ষ
কলকাতার একটি নামী সংস্থা কাজ করবে। এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, খুব শিগগিরই আলিপুরদুয়ারবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে , মাঝের ডাবরীতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হতে চলেছে। পরিকাঠামো তৈরি হয়ে গেলেই প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করে তা প্রক্রিয়াকরণ করা হবে ওই প্ল্যান্টে। সম্প্রতি আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রীর সঙ্গে দেখা করে ওই বিষয়ে আলোচনা করেন। সুডার তত্ত্বাবধানে ইতিমধ্যেই ওই কাজের জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজের পরিকাঠামো নির্মাণে প্রায় সাড়ে তিন কোটি টাকার ওয়ার্ক অর্ডার হয়েছে।