অপচয় বন্ধ করে ৩ কোটি মানুষকে ভ্যাকসিন বাংলায়

Must read

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন সংখ্যা ৩ কোটি মানুষ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে রাজ্যের স্বাস্থ্যভবনকে এই তথ্য জানানো হয়েছে৷

আরও পড়ুন-শরীরে করোনা- অ্যান্টিবডি পরিস্থিতি জানতে এবার সমীক্ষায় নামছে কলকাতা পুরসভা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৩ কোটি ৬৫ হাজার ৮৪৫ জন টিকা নিয়েছেন। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ১২ লক্ষ ৯৬ হাজার ৬৮২ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৭ লক্ষ ৬৯ হাজার ৮৬৩ জন। রাজ্যে মোট ২,৮৩৪টি কেন্দ্রে টিকাকরণ কর্মসূচি চলছে। সরকারি কেন্দ্রের সংখ্যা ২,৫৮৮টি এবং বেসরকারি ২৪৬টি। এই তথ্য হাতে আসার পরই টিকা কর্মসূচির সঙ্গে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি বলেছেন, “একটা ভায়াল থেকে গড়ে ১০ জনকে টিকা দেওয়া সম্ভব৷ কিন্তু পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর্মীরা অপচয় বন্ধ করে ১১ জনকে টিকা দেন।”

Latest article