বর্ধমান (Burdwan) স্টেশনে ভয়ানক দুর্ঘটনা। ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝের জলের ট্যাঙ্ক ফেটে গুরুতর আহত কমপক্ষে ৮ থেকে ১২ জন যাত্রী। জানা গিয়েছে, জলের ট্যাঙ্কটি দুপুর ১২টা ৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে। ট্যাঙ্কের ধাতব পাত ভেঙে হুড়মুড়িয়ে পড়ে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর। কিন্তু বেসরকারি সূত্রে খবর, ঘটনায় আহত কমপক্ষে ২৭ জন। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান (Bardhawan) মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন-বেপরোয়া গতির বলি খোদ পশ্চিম বন্দর থানার পুলিশকর্মী
বেলা সাড়ে ১২টা নাগাদ ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন বহু যাত্রী। হঠাৎ বাজ পড়ার মতো শব্দ শোনা যায়। ভেঙে পড়ে দীর্ঘদিনের পুরোনো প্রায় ২৫ হাজার লিটারের জলের ট্যাঙ্ক। তার নীচেই ছিল প্ল্যাটফর্মের বসার শেড। প্ল্যাটফর্মের স্থানীয় ব্যবসায়ীদের দাবি কয়েকদিন ধরেই লিক করছিল ট্যাঙ্কটি। শেষ কবে মেরামতি হয়েছে মনে করতে পারছেন না তাঁরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেন সিপিআরও (CPRO) কৌশিক মিত্র। তাঁর দাবি রক্ষণাবেক্ষণের কোনও ত্রুটি ছিল না।
আরও পড়ুন-অল্প দিনের অসুস্থতায় প্র.য়াত অভিনেতা আন্দ্রে ব্রাওর
দুর্ঘটনায় ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া যাচ্ছে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজে হাত লাগানো স্থানীয় যাত্রীদের দাবি প্রবল জলের তোড়ে প্রথমে উদ্ধার করাই সম্ভব হয়নি। ঘটনার জেরে ২ ও ৩ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে রওনা দেন বলে দাবি সিপিআরও-র।