বেপরোয়া গতির বলি খোদ পশ্চিম বন্দর থানার পুলিশকর্মী

ধাক্কা বেগতিক ছিল বলে সামলাতে না পেরে গাড়ি থেকে পড়ে যান অভিজিৎ চক্রবর্তী। জানা যায়, তাঁর মাথার উপর দিয়ে চলে যায় লরিটি।

Must read

আজ,বুধবার সকালে বেপরোয়া গতির বলি এক পুলিশ কর্মী। ঘাতক লরিটি পলাতক। লরিটিকে সিসিটিভি ফুটেজের (CCTV footage) সাহায্যে ধরার চেষ্টা চালাচ্ছে মানিকতলা থানার পুলিশ (Manicktala police station)। মৃত পুলিশ কর্মীর নাম অভিজিৎ চক্রবর্তী। তিনি পশ্চিম বন্দর থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনায়। আজ ভোর পাঁচটা নাগাদ অভিজিৎ চক্রবর্তী বাইকে চড়ে রাজাবাজারের দিক থেকে রাজা দীনেন্দ্র স্ট্রিট হয়ে বাড়ির দিকে ফিরছিলেন। দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে লরির ধাক্কায় মৃত্যু হয় তার। সূত্রের খবর, একটি মালবাহী লরি বেপরোয়া গতিতে এসে তাঁর বাইকে ধাক্কা মারে।

আরও পড়ুন-অল্প দিনের অসুস্থতায় প্র.য়াত অভিনেতা আন্দ্রে ব্রাওর

ধাক্কা বেগতিক ছিল বলে সামলাতে না পেরে গাড়ি থেকে পড়ে যান অভিজিৎ চক্রবর্তী। জানা যায়, তাঁর মাথার উপর দিয়ে চলে যায় লরিটি। ঘটনার তদন্তে নেমে ট্রাফিক পোস্টে থাকা বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। লরি ও চালকের খোঁজ করছে মানিকতলা থানার পুলিশ।

আরও পড়ুন-প্রয়াত হলদিয়ার প্রাক্তন সভাপতি ও বিদায়ী পুরপিতা স্বপন নস্কর

কিছুদিন আগে বেহালায় ছাত্রমৃত্যুর ঘটনা শিহরণ জাগিয়েছিল শহর জুড়ে। দেখা গিয়েছে, সকালবেলা ট্রাফিক সিগন্যাল না মেনেই লরি চলাচল করে। সেই সময় পুলিশি নজরজারি ঢিলে থাকে, এই অভিযোগ নতুন নয়। এদিনও সিগন্যাল না মেনেই লরিটি যাচ্ছিল। এর ফলেই এই পরিণতির শিকার হলেন খোদ পুলিশকর্মী।

Latest article