প্রতিবেদন : এবার আমেরিকার সন্ত্রাসের বিষ ছড়িয়ে পড়ল ইউরোপে। ইউরোপের অন্যতম শান্তিপ্রিয় ও সুখী দেশ হিসাবেই পরিচিত ডেনমার্ক। এবার ডেনমার্কের এক শপিংমলে (Denmark Shopping Mall Shooting) চলল এলোপাথাড়ি গুলি। এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় কমপক্ষে তিনজনের শরীর। গুরুতর জখম আরও নয়জন। তবে পুলিশ ওই বন্দুকবাজকে গ্রেফতার করেছে। ২২ বছরের খুনি যুবক ডেনমার্কেরই বাসিন্দা। রবিবার রাজধানী কোপেনহেগেনের ব্যস্ত এক শপিংমলে (Denmark Shopping Mall Shooting) ঢুকে তাণ্ডব চালায় বন্দুকবাজ। তার পরনে ছিল হাফ প্যান্ট, স্লিভলেস শার্ট, হাতে রাইফেল। সেই রাইফেল থেকেই গুলি চালাতে শুরু করে ওই যুবক। ভিড়ের মাঝে গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন শপিংমলে আসা লোকজন। পালাতে গিয়ে অনেকেই পড়ে যান। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানায়, তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহতদের ২ জন যুবক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: মিস ইন্ডিয়া সিনি
কোপেনহেগেনের পুলিশ ইন্সপেক্টর সোরেন থমাস জানাচ্ছেন, এই ঘটনার পিছনে আমরা সন্ত্রাসবাদী হামলার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। আততায়ী অবশ্য একাই ছিল। রবিবার ওই শপিংমলে একটি মিউজিক কনসার্ট হওয়ার কথা ছিল। মেয়েকে নিয়ে এদিন মলে এসেছিলেন তথ্যপ্রযুক্তি কর্মী হান্স ক্রিশ্চিয়ান স্টোলজ। প্রত্যক্ষ্যদর্শী স্টোলজ ববেছেন, এটা জঙ্গি হামলা ছাড়া কিছু নয়। ছেলেটা যেভাবে সকলের দিকে তাক করে গুলি ছুঁড়ছিল তা ভাবা যায় না। রবিবারের অভিজ্ঞতার কথা ভাবলে মলে যাওয়া সকলেই শিউরে উঠছেন। উল্লেখ্য, ডেনমার্ক শান্তিপ্রিয় দেশ। তাই রবিবারের ঘটনার কথা সেদেশের বাসিন্দারাই বিশ্বাস করতে পারছেন না।