গরহাজির রোনাল্ডোকে নিয়ে ফের জল্পনা ম্যান ইউতে

Must read

ম্যাঞ্চেস্টার, ৪ জুলাই : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man UTD) প্র্যাকটিস এড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গরহাজিরের জন্য পারিবারিক কারণ দেখিয়েছেন মহাতারকা। যা নিয়ে ফের তৈরি হয়েছে জল্পনা।

এই জল্পনার কারণও রয়েছে। কয়েকদিন আগে রোনাল্ডো (Man UTD- Cristiano Ronaldo) ক্লাবের কাছে আবেদন করেছিলেন তাঁকে ছেড়ে দেওয়ার জন্য। যাতে তিনি ফ্রি এজেন্ট হিসাবে অন্য দলে যাওয়ার কথা ভাবতে পারেন। কিন্তু ম্যান ইউ পাঁচবারের ব্যালন ডি’ওর বিজেতার আবেদনে কর্ণপাত করেনি। তারা জানিয়েছে, রোনাল্ডোকে ছাড়া হবে না। তাতে সিআর সেভেন চূড়ান্ত হতাশ হয়েছেন বলে স্থানীয় মিডিয়ার খবর।

আরও পড়ুন: ডেনমার্কের শপিংমলে বন্দুকবাজের গুলি, মৃত ৩

৩৭ বছরের রোনাল্ডো জুভেন্টাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এসেছিলেন। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর ক্লাব এবার ষষ্ঠস্থানে শেষ করেছে। এর ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে না ম্যান ইউয়ের। রোনাল্ডোরও। এরমধ্যে দলের কোচ বদল হয়েছে। আয়াখস থেকে ম্যান ইউয়ের দায়িত্ব নিয়েছেন এরিক টেন হ্যাগ। কিন্তু এই বদলে অদূর ভবিষ্যতে ক্লাবের বিশাল কোনও উন্নতি হবে বলে মনে করেন না মহাতারকা।

নিজের কেরিয়ারে রোনাল্ডো সবসময় চেয়েছেন সেরা টুর্নামেন্টে খেলতে। কিন্তু উনিশবার চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়া সিআর সেভেনের সামনে এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ নেই। অথচ তিনি চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ স্কোরার। এখন ক্লাব বদল করতে চাইলেও মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে ম্যান ইউয়ের সঙ্গে তাঁর আরও এক বছরের চুক্তির মেয়াদ। তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি ছিল ক্লাবের।
রোনাল্ডোর ক্লাব বদলের ইচ্ছের সঙ্গে অনেকে আবার যোগসূত্র খুঁজছেন চেলসির। শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখের নামও। কিন্তু ম্যান ইউ তাঁকে কিছুতেই ছাড়তে রাজি নয়। রোনাল্ডো এই মরশুমে ২৪টি গোল করেছেন। কিন্তু তাঁকে দেখে মনে হয়েছে তিনি দলের খেলায় খুশি নন। ম্যান ইউ শুক্রবার এশিয়া ও অস্ট্রেলিয়া সফরে যাত্রা করবে। তার আগে রোনাল্ডোর প্র্যাকটিসে না আসা জল্পনা উসকে দিয়েছে।

Latest article