ভোটের আগে কেন গ্রেফতার কেজরি, সুপ্রিম তোপে ইডি

আপ-সুপ্রিমোর গ্রেফতার নিয়ে ইডির ব্যাখ্যা তলব করল শীর্ষ আদালত। অসন্তোষ প্রকাশ করল তদন্ত প্রক্রিয়া নিয়েও। ফলে রীতিমতো অস্বস্তিতে ইডি

Must read

প্রতিবেদন : আপ-সুপ্রিমোর গ্রেফতার নিয়ে ইডির ব্যাখ্যা তলব করল শীর্ষ আদালত। অসন্তোষ প্রকাশ করল তদন্ত প্রক্রিয়া নিয়েও। ফলে রীতিমতো অস্বস্তিতে ইডি। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির সময় নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, ঠিক লোকসভা নির্বাচন শুরু হওয়ার মুখেই কেন গ্রেফতার করা হল তাঁকে? তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই মামলারই শুনানি ছিল মঙ্গলবার। গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সঞ্জীব খান্না।

আরও পড়ুন-মধ্যপ্রদেশে দলবদলের নির্লজ্জ খেলায় বিজেপি

তাঁর বক্তব্য, নির্দিষ্ট বিচারপ্রক্রিয়া ছাড়া ফৌজদারি প্রক্রিয়া চালানো যায় কি না তা ব্যাখ্যা করতে হবে ইডিকে। তদন্তপ্রক্রিয়া নিয়েও যে রীতিমতো সংশয় আছে আদালতের তাও এদিন স্পষ্ট বিচারপতির কথায়। তাঁর বক্তব্য, এই মামলায় এখনও কোনও অতিরিক্ত তথ্যপ্রমাণই জোগাড় করতে পারেনি ইডি। যদি তাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ থাকে, তবে দেখানো হোক কেমন করে কেজরিওয়াল জড়িত দুর্নীতির সঙ্গে। তাঁর বিরুদ্ধে অভিযোগের সারবত্তা কোথায়? দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে যেমন তথ্যপ্রমাণ খুঁজে পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা, এক্ষেত্রে তেমন কিছু পাওয়া গিয়েছে কি আদৌ? স্বাভাবিকভাবেই গভীর অস্বস্তিতে ইডি। এবং অবশ্যই গেরুয়া শিবির।

Latest article